Posts

চিন্তা

কিন্তু হলো কি?

August 7, 2024

Iqbal Hossain

72
View

অথচ সে দিন তারা গলির মুখে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেছিলো তোমার মৃত্যুতে আমার আত্মার বিসর্জন। কিন্তু হলো কি?

দু দন্ড দূরত্বেই সম্পর্ক ভেঙ্গে গেলোও। হয়ে গেলোও বিভাজনের নীতিমালা আর সকল পাঠ চুকে। হাতে হাত রেখে চাঁদের সাথে কথা বলার সময় যে চাঁদ স্বাক্ষী ছিলো তারও আজ থমকে যাওয়া হয়েছে। আসলে কোন সম্পর্কই স্থায়ী নয়। 

তারপর সাত সাতটি বছর একসাথে চলার পর হঠাৎ মনে হলোও আর পারা যাচ্ছে না। চুকে গেলোও সকল হিসেবে ,লিখা হয়ে গেলোও শেষ কাগজটি যেখানে নিজের নাম লিখতেও কারও হাত একটু কম্পন উঠে নি। 

তারপর ,কোন এক সন্ধ্যায় মুখ লুকিয়ে কাঁদতে থাকা মেয়েটি এখন দুটো ফুটফুটে বাচ্ছার মা সাথে ছোট্ট একটি সুখী সংসার। 

স্বাক্ষী রেখে কল্পনায় বিয়ে করা,মুঠোফোনের সাথে থেকে রাতে ঘুম পাড়ানো ছেলেটি এখন অন্যের চুলের গন্ধে ভালবাসায় মাখামাখি করে। 

আসলে পৃথিবীই স্বার্থপর। কারও জন্য কারও দিন থেমে যায় না। রূপ বদলেই দিনের সাথেই রাত নেমে আসে। 

অপেক্ষার কোন মানে হয় না। সুন্দর পৃথিবী।  বেঁচে থাকুন ভালভাবে। 

Comments

    Please login to post comment. Login