''আমরা সবাই বাংলাদেশ'
আমরা বাংলার মানুষ
সবাই মিলে বাংলা সবাই মিলে দেশ
সবাই মিলে বাংলাদেশের মানুষ
আমারা আর কাকে মারবো
জ্বালাবো পোড়ারাবো কি
চার পাশে বাংলা আমার মা জননী
মায়ের বুকে ছুরি চালায় কেউ কি
আমার বাবার মত বাবা সব দিকে
মায়ের মত মা বোনের মত বোন
ভাই এর মত ভাই দেখতে পাই
আমার সন্তানের মত সন্তান
আমাদের মানুষ,চার পাশে মানুষ
এই বাংলার মানুষ,এক মাঠি এক
পতাকার মানুষ, কালো-সাদা মানুষ
পুলিশ মানুষ ভিন্ন মতাদর্শের মানুষ
নানান ব্যানারের মানুষ সবই মানুষ
নাস্তিক-আস্তিক মানুষ এই বাংলার
এই মানচিত্রের মানুষ গণ মানুষ
কোথায়ও হিন্দু-বোদ্ধো মানুষ নেই
খৃষ্টান-মুসলিম -কোন মানুষ নেই
সংখ্যাগরিষ্ঠা-সংখ্যালঘু মানুষ নেই
ক্ষুদ্র জাতিগোষ্ঠী আদিবাসী মানুষ নেই
উপজাতি নেই আছে চার পাশে
মানুষ আর মানুষ, সব মিলে মিশে
--আমরা বাংলা আমরা দেশ
আমরা দল মত নির্বিশেষ
লাল সবুজ শ্যামল বাংলাদেশ