পোস্টস

কবিতা

তোমরা জাতীয় বীর (প্রিমিয়াম)

৭ আগস্ট ২০২৪

মোঃ জসিম উদ্দীন গাজী

রাজবন্দী যত করলে মুক্তি হাজার হাজার
এত সাহস এত নির্বিক- ত্যাজ-রণবীর!
রণক্ষেত্রে হাসছো থেকে যেন পাও স্বর্গঘ্রান
লক্ষ নিশানা দেঢ় তীক্ষ্ণ বাসনায় যেন তাড়ায়
একটুই বাকি! ঐ যে পালায় গেলো সব ছাড়ি
মৃত্যু ভয়-হুংকার দিয়ে করে জয় উঁচু প্রসস্থ বুক
চিতিয়ে যত বর্শা বুলেট গুলি-রক্ত ঢেলে হাসছে
বীর হাসছে খ্যাপা-উম্মাদ
গণ ছাত্র সমাজ তোমরা চব্বিশ-রক্ত গঙ্গা লাল বাংলা
অনন্য খেতাবে শতকে শতক তোমাদের রাখবে মনে ইতিহাস ঝড় উঠবে গানে সুরে সুরে

এটি একটি প্রিমিয়াম পোস্ট।