তোকে একটা স্যরি বলার ছিল।
তোকে একটা স্যরি বলার ছিল।
কতদিন স্বপ্ন ভাগাভাগি করেছি দু'দিয়ে।
কিন্তু ফলাফল মিলছে না কিছুতেই।
তাই স্যরি বলা ফরজ হয়ে গ্যাছে।
তুমি না আমার জন্য মরতে পারো।
এটা সম্ভবত কোন বাংলা
সিনেমার কোন মখস্থ সংলাপ ছিল।
তুমি মরো নি,আমিই মরি নি।
মরে গেছে স্বপ্ন গুলো।।
অথবা দুজন মিলে খুন করেছি
নিষ্ফলা স্বপ্নগুলোকে।
দোষগুলো সব আমার কাধে নিলাম।
তবুও ,একটা স্যরি বলার ছিল।
তুমি বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ করতে।
শুনছিলাম;যে মেয়েরা বৃষ্টিতে ভিজতে পছন্দ করে তাদের মন কোমল হয়।
তোমার মনও কি কোমল।