Posts

কবিতা

আগস্ট ২০২৪

August 7, 2024

কানন ত্রিপুরারি

79
View


হঠাৎ আলো ফুটছে নতুন করে-
রঙিন সব রঙিন যেন আজ,
এমনই এক স্বপ্ন দেখেছে হাজার তরুণ প্রাণ-
কারো মাথায় পড়েছে কি বাজ? 

লুটপাট আর দুর্নীতির অবসানে-
স্বস্তি পেলো লাখো মুক্ত প্রাণ,
এমনই এক স্বপ্ন দেখেছে হাজার তরুণ দল-
গাইছে নেচে মুক্ত হওয়ার গান! 

অসাম্প্রদায়িক, সম-অধিকারের জ্ঞান-
দিচ্ছে বিলিয়ে টগবগিয়ে তরুণ,
এমনই এক স্বপ্ন দেখেছে হাজার মাটি-মানুষ-
সবাই মিলে দেখবে নব-অরুণ। 

ফ্যাসিবাদ আর কালোবাজারির হিংস্র থাবা
ভাঙবে গুড়োবে নিশ্চয়ই তা জানি,
স্বপ্ন মোদের - ফের যেন না আসে এমন কোনো দল,
যা'র জন্য ফের হবে লক্ষ প্রাণের হানি!

Comments

    Please login to post comment. Login