Posts

কবিতা

সবি ছিল একা একা; অবনী

August 8, 2024

সুকান্ত সোম

সবি ছিল একা একা; অবনী

শুধু তোমার নামটি ছাড়া।

ভাবনায় পড়ে, পা দুটো গোসল করে 

পথের ধূলি পাড়ে।

বুক পকেটে কাগজ কুড়িয়ে রেখে 

আখেড় ছোবড়াকে কলম বানিয়ে চিতির পাতায় লিখি। 

আবুল চাচার ভ্যানে লাফিয়ে উঠি,

বটতলার মোড়ে দাঁড়িয়ে থাকি।

কঠিন জ্বরে, বৈশাখীর ঝড়ে

বাকাপুলের বেদীতে বসে ভিজে

বুনো ফুলের গন্ধ বিলীন করি।

ছেঁড়া কাগজ পকেটে রাখি,

 অন্য হাতে সেই বুনো ফুল বাধি।

কল্পনায় তোমার হাতটি ধরে

স্টেশনের প্লাটফর্ম ধরে হাটি।

খলখলিয়ে হেসে উঠে, 

তৃপ্ত বুকে দীর্ঘশ্বাস ছাড়ি।

সবি ছিল একা একা ;অবনী

শুধু তোমার নামটি ছাড়া।

Comments

    Please login to post comment. Login