Posts

কবিতা

প্রানঘাতী অবনী

August 8, 2024

সুকান্ত সোম

অবনী; পচন ধরেছে মস্তিষ্কে

বিকৃতির চরম পর্যায় পৌছে গেছে,

নিউরনে নিউরনে সটসার্কিট

রসায়নের ভুলবার্তা সমগ্রদেহে, 

অবশিষ্ট ক্রমাগত ধ্বংসের দিকে ছুটে চলা ক্লান্ত, 

অবসন্ন দেহে অফুরন্ত বাতাসে নিশ্বাসের অভাব, 

 মস্তিষ্ক স্থিরতায় জরাজীর্ন তবুও প্রানান্তকর ছুটে চলা 

বিষাক্ত বর্জের ভাগাড়  এ জীবন;  অবনী

নীল বেদনায় ঠাসা অবারিত মিথ্যা প্রতিশ্রুতি

মমের মত গলে গলে নি:শেষ, 

অবশিষ্ট যা  আগুনের আলোয় মসগুল।

অবনী আর কি থাকলো অবশিষ্ট, মস্তিষ্কের, হৃদয়ের?

সময়ের প্রয়োজনে যে ছিল প্রান,

সময়ের প্রয়োজনেই সে আজ  প্রানঘাতী।

Comments

    Please login to post comment. Login