“চলোও কাল বের হই। রাস্তার ধারে বসে থাকবো নি। চুপটি মেরে। উদাস হয়ে। দীর্ঘ নি:শ্বাসে মানুষের আনন্দ ,ব্যাথা ,জরায় সঙ্গী। বাধ্যতার সিঁড়ি ভেঙ্গে একটু সিগারেট ফুকালাম। আর তুমি ভীষণ রাগে মুখ লাল করে অমন হয়ে তাকিয়ে থাকলে এ যেন ক্ষনিকেয় অঝোর বৃষ্টি আর ঝড়ো হাওয়া হয়ে নেমে আসলে।”