হারামির বাচ্চা—
যতো পারিস ভেঙে যা, ইট-পাথরের মাজার
হৃদয়ে হৃদয়ে জেগেছে আবারও হাজারে হাজার।
জানি,
তোদেরই পূর্বপুরুষ তারা—
হুসেনের শির বর্শায় নিয়ে মিছিল করেছিলি যারা।
যে অস্ত্রে আঘাত করছিস মাজারের গায়ে,
এই নে দ্যাখ চিরে দিলাম বুক;
আঘাতের দাগে হৃদয়ে হয়েছে মাজার শয়ে শয়ে।