পোস্টস

সমালোচনা

কষ্ট পেতে ভালোবাসি...

৯ আগস্ট ২০২৪

ফারদিন ফেরদৌস

এতদিন তো আমরা রাজনৈতিক সরকারের আচরণ দেখলাম। এবার নিশ্চয়ই ভিন্ন কিছু দেখব। কারণ এবারই প্রথম নন গভমেন্ট অর্গানাইজেশন তথা NGO Dominated সরকার গঠিত হয়েছে। ড. মুহাম্মদ ইউনূস (গ্রামীন ব্যাংক), ফরিদা আখতার (উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা -উবিনীগ), সৈয়দা রিজওয়ানা হাসান (বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা), আদিলুর রহমান খান শুভ্র (অধিকার), নূর জাহান বেগম (গ্রামীণ ব্যাংক), আসিফ নজরুল (আর্টিকেল ১৯), শারমিন মুর্শিদ (ব্রতী)।

কেবিনেটে এনজিওদের জয়জয়কার। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন এসব এনজিও'র প্রধান ডোনার।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে দুইজন উপদেষ্টাদের তালিকায় ঠাঁই পেয়েছেন - নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূইয়া। বিস্ময়কর সত্য হলো তাঁরাও ওই কোটাতেই নিয়োগ পেয়েছেন, যে কোটা নিয়ে বড় আন্দোলন রেইজ করেছিলেন তাঁরা।

আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন যদি ভালো কিছু চায় বাংলাদেশে অনেককিছুই হতে পারে। আর যদি  Colonized পলিটিক্স হয় কপালে আরও দুঃখ আছে।

তখন বিবাগী মন নিয়ে আমরা আবার শুনব 
লেজেণ্ড আইয়ুব বাচ্চুর সেই বিখ্যাত গান।
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি

বুকের একপাশে রেখেছি
জলহীন মরুভূমি
ইচ্ছে হলে যখন-তখন
অশ্রুফোঁটা দাও তুমি
তুমি চাইলে আমি দেবো
অথৈ সাগর পাড়ি

-ফারদিন ফেরদৌস
৯ আগস্ট ২০২৪