Posts

বাংলা সাহিত্য

পার্থনা’

August 9, 2024

মোঃ জসিম উদ্দীন গাজী

112
View

‘পার্থনা’

হে ঈশ্বর-ভগবান-আল্লাহ দয়াময় প্রভু
আমাদের জন্য সেই পথ খুলো
যে পথ ধরলে আমাদের হবে মঙ্গল দুজনমে
আমরা দ্বিক হারা নাবিক অথই সাগরে
আমরা হিংসা পরনিন্দা অহমিকা-খোভে
আত্মা- হৃদয় করে রেখছি মরুউত্তাপ
মননের গভীরে পোকামাকড় কিট বাসা বেধেছে 
চিরন্তন হে অবিনশ্বর সকলসৃষ্টির মালিক
আমাদের শান্ত করো শান্তি দাও বুদ্ধি দাও
অন্তরচক্ষু খুলে দাও আসমানের মত অসীম করে
মেলে দাও

ভেতরের পশুমানুষটাকে তোমার নিজ হাতে ফাঁসি দাও
ভেতর তপস্যা যিকির কপাট খুলে দাও
শান্তি দাও মুক্তি দাও প্রয়োজনের 
বেশি থেকে মুক্তি দাও 
যা আছে আমার এতেই তুষ্টি দাও তৃপ্তি দাও
আমায় কিছু না দাও শান্তি দাও দাও তৃপ্তি 
লালসার জীবন হতে ছাড় দাও প্রভু
হারানোর ভয় থেকে নাও ফিরিয়ে আমায়
যা করবে তাই মঙ্গল হবে এই বুঝ দাও
মানুষ কে মানুষ ভাবতে পারার দাও ভোধ 
কারো অনিষ্ট হয় এমন অক্ষমতা দাও আমায়

মানুষকে যেন মানুষ ভাবি এই মনুষ্য চেতন দাও
নমঃ নমঃ হে ভগবান চিরজীবী অনন্ত দিনের স্বামী 
আমাকে তুমি নিঃস্ব করো সংসার ধনদৌলতে
আমাকে তুমি সুদ্ধ করো তবো পবিত্র রাখো
মন খানি নত করো আমায়-ন্যায়ে সুন্দরে
তোমার নির্মান সকলই নিপুণ,মানব অনন্য নিপুণ 
শৈলী কারুকার্য 
এমন নিপুণ মানুষের আমি ভাবি যেন মানুষ
এই চিন্তা দাও করুনা করে হলেও দাও

আগুন করো আমায় দুষ্টের অত্যাচারে
শান্ত করো অভাবে লজ্জাবতী সভাবে উন্নত চরিত্রে 
আমার মাথা নতজানু করো তোমার চরণে
কৃতজ্ঞ তোমায় প্রসংশা তোমায় 
শুধু শান্তি দাও হে আরশ মালিক দাও শান্তি

Comments

    Please login to post comment. Login