পোস্টস

নিউজ

২০২৪ সালের বুকার প্রাইজের লংলিস্ট

১০ আগস্ট ২০২৪

নিউজ ফ্যাক্টরি

চলতি বছরের বুকার প্রাইজের লংলিস্ট বা দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। ফিকশনের জন্য দেওয়া মর্যাদাপূর্ণ এই ব্রিটিশ পুরস্কারের প্রাথমিক তালিকায় স্থান করে নিয়েছেন ১৩ জন লেখক। এদের মধ্যে ৬ জন মার্কিন, ৩ জন ব্রিটিশ এবং ১ জন কানাডা, ডাচ, আইরিশ ও অস্ট্রেলিয়ান লেখক রয়েছেন।       

৩০ জুলাই বুকারের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। 

১৬ সেপ্টেম্বর এই লংলিস্ট থেকে ছয়টি বইয়ের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। ১২ নভেম্বর লন্ডনে বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে।

তিনি ৫০ হাজার পাউন্ড (প্রায় ৬৪ হাজার ডলার) এবং আইরিস নামে একটি ট্রফি পাবেন। আইরিশ-ব্রিটিশ উপন্যাসিক আইরিস মারডকের সম্মানে এই ট্রফির নামকরণ করা হয়েছে।    

উল্লেখ্য, ১৯৬৯ সাল থেকে বুকার প্রাইজ দেওয়া হচ্ছে।  এর আগে ‘মিডনাইটস চিলড্রেন’ এর জন্য সালমান রুশদি, ‘দ্য রিমেইনস অব দ্য ডে’ এর জন্য কাজুও ইশিগুরো মর্যাদাবান এই পুরস্কারটি পান।  

২০২৪ সালের বুকার প্রাইজের লংলিস্ট এক নজরে দেখে নেওয়া যাক:  

১.  কলিন ব্যারেট – ‘ওয়াইল্ড হাউজেস’  

২.  রিটা বুলউইঙ্কেল – ‘হেডশট’  

৩. পার্সিভাল এভারেট – ‘জেমস’

৪.  সামান্থা হার্ভে  – ‘অরবিটাল’   

৫. র‍্যাচেল কুশনার – ‘ক্রিয়েশন লেক’  

৬. হিশাম মাতার – ‘মাই ফ্রেন্ডস’ 

৭. ক্লেয়ার মেসুড – ‘দিস স্ট্রেঞ্জ ইভেন্টফুল হিস্টোরি’ 

৮. অ্যান মাইকেলস  –  ‘হেল্ড’   

৯. টমি অরেঞ্জ – ‘ওয়ান্ডারিং স্টারস’        

১০. সারাহ পেরি – ‘এনলাইটেনমেন্ট’ 

১১. রিচার্ড পাওয়ারস – ‘প্লেগ্রাউন্ড’  

১২. ইয়ায়েল ভ্যান ডের উডেন – ‘দ্য সেফকিপ’  

১৩. শার্লট উড – ‘স্টোন ইয়ার্ড ডিভোশনাল’  

সূত্র: এনপিআর