পোস্টস

বাংলা সাহিত্য

আমি এক স্বৈরাশাসকে ছিলাম'

১০ আগস্ট ২০২৪

মোঃ জসিম উদ্দীন গাজী

আমি এক স্বৈরাশাসকে ছিলাম'

আমি আমার সোনার দেশের
এক দেবী- পুণ্য রানীর  শাসনে ছিলাম
এখানে আমি কুকুরের আতংকে থাকতাম
কুকুর যেমন প্রভুত্ব ছারা কিছ বুঝেনা
হাড্ডি দিয়ে  কারো উপর লেলিয়ে দেয়া যায়

হায়নার খাচায় ছিলাম
যখন তখন আমার কলিজা ছিড়ে খেতো

আমি আমার সোনার দেশে মিথ্যুকের অধীনে  ছিলাম
বলা হতো- 'আমরা গণতন্ত্র-সাম্যবাদ-স্বাধীনতার পক্ষে'
কিন্তু আমি আমার ভোট-মত-অধিকার পাইনি
মতের অমিলে আয়না ঘর দেখছি কত নির্মমে মানুষ


আমরা গণভবনে জান্নাতিকে থাকতে দিয়ে
গণ মানুষের রক্ত চুষে খেতে দেখেছি
আমি আমার সোনার দেশে মানুষ হয়ে জন্মে
মানবেতর জীবন নিয়ে বেঁচে থেকেছি
উন্নয়নের নামে লুটপাট দেখেছি
ঋণখেলাপীর নামে ব্যাংক গুলো দেউলিয়া হতে দেখছি

আমাদের বলেছ--
'জঙ্গি-মোল্লা-সন্ত্রাস রাজাকার-আলবদর-আলসামস-
শিবির-বি এন পি-আ'লীগ- ছাত্রলীগ- সংখ্যালঘু-
সমগ্র জাতিকে খন্ড করে বিভাজন করেছে
অথচ বাংলার সবাই এক মানুষ এক জাতি

দেশ প্রেমের কথা বলে দেশের মেরুদণ্ড ভেঙে দিয়ে
দেশের হৃদপিণ্ড বিক্রি করে আজ তুমি রিফুজি হয়েছ
এই জাতি এক জাতি এক মানুষ এক মাঠি এক ভাষা
হয়ে আছে এখনো থাকবে চিরকাল

আমি দেখছি পিলখানা আর্মি হত্যা
আমি দেখছি মতিঝিল  শাপলা চত্বরে পাখির মত
যুবক ছাত্র  হত্যা
হাজার শয়তানে সম্মোহিত হয়েছ এক অসভ্য সয়তানে
অভিশপ্ত  ইহুদি হয়ে ফিলিস্তিনের অবুঝ শিশু-নিরপরাধ মানুষদের মত হত্যা করছে