পোস্টস

কবিতা

যুদ্ধ শেষ হবে বলে

১০ আগস্ট ২০২৪

Iqbal Hossain

যুদ্ধ শেষ হল বলে

যুদ্ধ শেষ হল বলে

চীনের মহাপ্রাচীর ভেঙ্গে ঘুঁচে যাবে আদিম অন্ধকার।

যুদ্ধ শেষ হল বলে

বজ্রপাত আর চুমুর বৃষ্টিতে ভেসে যাবে কালা পাহাড়।

যুদ্ধ শেষ হল বলে

হিমালয় থেকে ভেসে আসে

লতা বাহার ,দিব্যি শুনিয়ে যায় জন্ম আমার।

যুদ্ধ শেষ হবে বলে

রমিজ ক্যালকাটা থেকে কদমতলীর পথ ধরে দেখে

জীবন এখন পদ্ম আর ঝিঁ ঝিঁ পোকার।

যুদ্ধ শেষ হবে বলে

নির্ঘাত ভেঙ্গে যাওয়া সম্পর্কে ,শিউলি ফোঁটে আবার।

যুদ্ধ শেষ হবে বলে

জন্মান্ধ বলে উঠে এই পৃথিবী আমার।

যুদ্ধ শেষ হবে বলে

সব পাখি নীড়ে ফিরে

চুমু খায় প্রিয়তমার গালে

আর চিৎকারে বলে এই পৃথিবী আসলে আমার।

সৈন্যদল মার্চ করে জয়ধ্বনি করে

পৃথিবী ভালবাসার ।