Posts

নিউজ

বাংলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ

August 11, 2024

নিউজ ফ্যাক্টরি

128
View

বাংলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মো. হারুন-উর-রশীদ আসকারী। একাডেমির জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা জানিয়েছেন, শনিবার (১০ আগস্ট) বিকেলে তিনি পদত্যাগ করেন। 

চলতি বছরের ২৪ জুলাই তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে ১৮ জুলাই এক প্রজ্ঞাপন জারি করে তাকে মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। 

উল্লেখ্য, ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন মো. হারুন-উর-রশীদ আসকারী। পরে তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। অনুবাদক হিসেবেও তার খ্যাতি রয়েছে। 

Comments

    Please login to post comment. Login