Posts

কবিতা

আগস্ট বিপ্লব ২০২৪

August 11, 2024

মোহাম্মদ রাজু

65
View

অত্যাচারের সকল সীমা ছাড়িয়ে গেলে
মানুষ তখন নিজের বিবেক হারিয়ে ফেলে।
তোমার কাছে আবেগ, বিবেক দাম নেই
পাপের বোঝা বাড়ার তো বিশ্রাম নেই।
কিন্তু তোমার বুঝতে হবে লাভ কী ক্ষতি
সীমা-পরিসীমার মাঝে টানবে যতি।
নইলে বাজান তুমিও যেদিন খাবে ধরা
বুঝবে সেদিন বেঁচে থেকেও কেমনে মরা।
 

Comments

    Please login to post comment. Login