অত্যাচারের সকল সীমা ছাড়িয়ে গেলে
মানুষ তখন নিজের বিবেক হারিয়ে ফেলে।
তোমার কাছে আবেগ, বিবেক দাম নেই
পাপের বোঝা বাড়ার তো বিশ্রাম নেই।
কিন্তু তোমার বুঝতে হবে লাভ কী ক্ষতি
সীমা-পরিসীমার মাঝে টানবে যতি।
নইলে বাজান তুমিও যেদিন খাবে ধরা
বুঝবে সেদিন বেঁচে থেকেও কেমনে মরা।