Posts

কবিতা

বিচ্ছেদের বিষন্নতা

August 11, 2024

জরীফ উদ্দীন

149
View

হৃদয় জুড়ে বিষন্নতায় সন্ধ্যা নামে ধীর পায়ে
কালো হিজাব পরে হাজির হয় রাত্রি
নিরবতায় ডুবে যায় আমার প্রিয় শহর
তবুও তুমি ফিরে আসলে না প্রিয়তা

যেভাবে ফিরে আসেনি আমার ভাই মুগ্ধ ও আবু সাঈদ

বুড়ি তিস্তার স্রোত থেমে গ্যাছে কবে
ভূমি দস্যুরা বাটোয়ারা করেছে দুপাড়
ধূসর হয়ে গ্যাছে রূপালী চাঁদের আলো; 
তোমার ছায়া মিশে গ্যালো আল-রাব আল-খালিতে 

এখন আমি খুঁজবো কোথায় অন্ধ হোমার

তোমার প্রতিক্ষায় থাকতে থাকতে আজ আমি ক্লান্ত
বড্ড ক্লান্ত
নিয়ম করে অশ্রুপাতে শুকিয়ে গ্যাছে আঁখিজল
যেভাবে শুকিয়েছে শ্যামাসুন্দরী

আমার দুঃখের সঙ্গী হতে ছুটে আসে মেঘপরী
মরা কার্তিকে অঝড় ধারার বৃষ্টি বেশে 
তবুও তুমি আসলে না প্রিয়তা এক বার ভুল করে

তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি ব্যাকুল জনম জনমে
অথচ বিচ্ছেদের বিষন্নতায় তুমি আমি দূরে অনেক দূরে।

Comments

    Please login to post comment. Login