Posts

বাংলা সাহিত্য

সাম্প্রদায়িক

August 12, 2024

মোঃ জসিম উদ্দীন গাজী

94
View

সাম্প্রদায়িক

আমি সাম্প্রদায়িক কি করে হই?
আমার শিক্ষা গুরু রাধাকুঞ্জ
জ্ঞাণ ধ্যান ছিলো সঠিক পথ দেখানো নির্দেশক
উদ্ধৃতি দিতেন কোরআন-মোহাম্মদ এর বানী

আমি কি করে সাম্প্রদায়িক হই
আমার সংগীত গুরু-শীতল ঘোষাল
যিনি শিখালেন নজরুল এর গান
অসাম্প্রদায়িক বোধের গান
শৈল্পিক সুদ্ধ বাংলা উচ্চারণে
স্পষ্ট হত সব ধর্ম বর্ণে গভীর  শ্রাদ্ধা

আমি কি করে সাম্প্রদায়িক হই
আমার কর্ম গুরু-বিপ্লব ঠাকুর-যার কর্মে
চেতনা জীবন আদর্শে
ছিলো মানবতা উদারতা নৈতিকতা
অসাম্প্রদায়িক বাঙালিয়ানা শক্তিমান ভাব
যিনি নিজেই জীবন বোধের সাধক ছিলেন
যার সংস্পর্শে নির্মিত হয় অসাম্প্রদায়িক মনন

আমি কি করে সাম্প্রদায়িক হই?
আমার  প্রিয় বন্ধু কৃষ্ণশীল যার হাসি মাখা মুখ
এখনো আমাকে আনন্দ এনে দেয়

আমি সাম্প্রদায়িক কি করে হই?
পরম শ্রদ্ধায় রতন কুমার দা
আমার ছেলেকে স্নেহ আদরে
চুল ছাটাই করে-হাতে চকলেট ধরিয়ে
কপলে চুমু এঁকে দেয়

আমি কি করে সাম্প্রদায়িক হই
সুরেন্দ্র কুমার সিনহা
সত্য-ন্যায়ের বলি হয়ে যার নির্বাস হয়

আমি কি করে সাম্প্রদায়িক হই?
নিজ পাড়ার সনাতনীদের স্নেহ ধন্য হয়েছি
সেই দৃশ্য আমাকে সম্প্রীতির দিকে ধাবিত করে

আমি কি করে সাম্প্রদায়িক হই
যে আমাকে ঔষধ লিখে দেয়- ডঃ সুব্রত পোদ্দার
বলে- 'সুস্বাস্থ্যে নীজ ধর্মবোধ  অনুশাসনে মেলে

আমি কি করে সাম্প্রদায়িক হই
যাদের গান শুনে বড় হই- সুবীর নন্দী-কুমার বিশ্বজিৎ

আমি কি করে সাম্প্রদায়িক হই
জীবন আনন্দ দাস- যার গদ্য-ছন্দ রচনায়
এই বাংলার রুপ চিত্র গন্ধ খুঁজে পাই

Comments

    Please login to post comment. Login