Posts

চিন্তা

বিপ্লব → প্রতিবিপ্লব → বেহাত বিপ্লব?

August 12, 2024

শায়খ মোহাম্মদ আবু তাহের

211
View

বিপ্লবের ছায়াসঙ্গী হলো প্রতিবিপ্লব। ইতিহাস অন্তত তাই বলে। সম্প্রতি বিপ্লব পরবর্তী বাংলাদেশেও আমরা এমনটাই দেখতে পাচ্ছি; যেমন পুলিশের সর্বাত্মক অসহযোগিতা, সংখ্যালঘুদের ওপর হামলা ও হামলা সংক্রান্ত গুজব, রুটিন মাফিক সজীব ওয়াজেদ জয়ের উস্কানিমূলক বক্তব্য, খুনি হাসিনার অনির্দিষ্টকালের জন্য ভারতে আশ্রয়প্রাপ্তি, মোদি মিডিয়ার ক্রমাগত মিথ্যাচার, প্রধান বিচারপতির সন্দেহজনক আচরণ ইত্যাদি।


 

এখন ২৩৫ বছর আগের ফরাসি বিপ্লবের (১৭৮৯-১৭৯৯) দিকে দৃষ্টি দেওয়া যাক। ফরাসি বিপ্লব মূলত ফ্রান্সের রাজতন্ত্রকে ক্ষমতাচ্যুত করে প্রথমবারের মতো প্রজাতন্ত্রের সূচনা করে। জনতার বিপ্লবের পরপরই শুরু হয়ে যায় পরাজিতপক্ষের পুনরায় ক্ষমতা দখলের ষড়যন্ত্র।


 

প্রতিবিপ্লব কারা এবং কেন ঘটিয়েছিল?

→ ক্ষমতাচ্যুত রাজবংশ এবং এর সুবিধাভোগীরা - কারণ ভোগবিলাসে টান পড়াটা কেউই মানতে পারেনি।

→ চার্চ(মূলত ক্যাথলিক) সংশ্লিষ্ট লোকেরা - কারণ বিপ্লব তাদের ক্ষমতায় লাগাম দিয়েছিল।

→ নির্দিষ্ট কিছু অঞ্চলের কৃষক - কারণ তারা বিপ্লব পরবর্তী ভূমি সংস্কার আইন, বিপ্লবের চার্চবিরোধী অবস্থান এবং যুদ্ধের ফলে তৈরি হওয়া অর্থনৈতিক ও সামাজিক সংকটে অতিষ্ট হয়ে উঠেছিল। এছাড়াও ভিন্ন মতাদর্শের কিছু গোত্রও প্রতিবিপ্লবে যোগ দেয়।

→ প্রতিবেশী রাজতান্ত্রিক দেশগুলো - কারণ তাদের আশঙ্কা ছিল বিপ্লব হয়তো তাদের দেশেও ছড়িয়ে পড়তে পারে।


 

প্রতিবিপ্লব দমন—গিলোটিন থেকে পতন:

দেশি-বিদেশি প্রতিবিপ্লব দমনের জন্য একচ্ছত্র ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়, যারা হাজার হাজার প্রতিবিপ্লবীকে গিলোটিনে ফেলে জবাই করে। অন্যান্য বিরোধী প্রচেষ্টা এবং রাজনৈতিক ভিন্নমতকেও বর্বরতম উপায়ে দমন করা হয়।

এই বিরোধীদের তৈরি বিশৃঙ্খলা এবং তার প্রতি সরকারের অন্যায় ও অদূরদর্শী আচরণের ফলে যে অরাজকতা সৃষ্টি হয় তার সুযোগে বিপ্লবের অন্যতম নায়ক নেপোলিয়ন বিপ্লবের মাত্র দশ বছরের মধ্যেই ক্ষমতা দখল করে নেয় এবং একনায়কতন্ত্র কায়েম করে যা কিনা বৈপ্লবিক আদর্শের সম্পূর্ণ বিপরীত ছিল।


 

২০২৪ এর বাংলাদেশে ফিরে আসি:

গতকাল গোপালগঞ্জে আর্মি বহর যাওয়ার ভুল খবরে অনেকে উচ্ছ্বসিত, তবে এসব ব্যাপারে কূটনৈতিক কারণেই আমাদের আরো সহনশীল হওয়া দরকার। মানতে কষ্ট হলেও, ভোগবিলাস বা আদর্শিক যে কারণেই হোক জনসংখ্যার বড় একটা অংশ এখনো আওয়ামী সমর্থক। এদেরকে অস্ত্রের সাহায্যে কঠোর হাতে দমনের আইডিয়া খুব একটা কার্যকর নাও হতে পারে, আর র‍্যাবের ইতিহাস তো সবাই জানে।


কাজেই আমাদের ধৈর্য ধরে একতাবদ্ধ থেকে প্রতিবিপ্লবী প্রচেষ্টাকে বিপ্লবী আদর্শ দিয়ে মোকাবেলা করতে হবে। বিপ্লব দীর্ঘজীবী হোক।





 

Comments

    Please login to post comment. Login