Posts

বাংলা সাহিত্য

প্রজাতন্ত্রের চাকর'

August 14, 2024

মোঃ জসিম উদ্দীন গাজী

65
View

'প্রজাতন্ত্রের চাকর'

প্রজাতন্ত্রে অফিসার মানেই যেন কোন রাজ্যের রাজা
যখন তখন যা ইচ্ছে করে যাবে কে দেবে তায় সাজা
লোভ লালসা চোখে মুখে,বড় চেয়ার খানা যদি পেত
সেই চেয়ারে বসে সে আরো বেশ কামাই করতো
লাখের দারে মায়নে কেবল,তাইতো ঘুশ নেয় জোর 
নামে বেনামে হয়েছে জমি জমা বেশ কত কি তার
দিনে দিনে তবু তার অর্থ সম্পদ নিজের দাম বাড়ে
ক্ষমতা দেখায় বেশ,বলেনা কিছু কেউ কিলের ডরে
বাড়ি গাড়ি জমি-জমিদারি- রাজ ভোজ ছড়াছড়ি 
আলাদীনের চেরাগ যেন কপালে রাতারাতি 
কত টাকা কত জমি হলে তুমি ভাই আর তবে
ছুরি ডাকত ধান্ধা বন্ধ করে মানুষ শুনি হবে?
ঘুশ খেয়ে হুশ হারিয়ে বিবেক হারা,মানুষে তুমি নাই
এ্যালকহলে মাতো নষ্ট নর্তকি করো বিছানার সঙ্গী 
চলা পেরায় কেমন সাধু ফেরেস্তা  ভাব ঢঙী 
করেছ জবাই নিজ আত্মার, হয়েছ কসাই
এক চাকরের এমন সম্রাজ্য এত ভাব জৌলুশ 
এমন করে লুটেপুটে -দেশ করেছে শেষ
তাই তো বলি দেউলিয়া কেনো সোনার এই দেশ
মুক্তি যোদ্ধা-জনতার গড়া বাংলা হয়ে যায় শেষ
এবার তুমি থামো ভাই বন্ধ করো অসৎ কামাই
যা করেছ আকাম-কুকাম এবার তার হিসেব চাই

Comments

    Please login to post comment. Login