কিছুদিন আগে দেশে যে থমথমে অবস্থা বিরাজ করছিল তা আমাদের সবারই কম বেশি জানা।
ছাত্ররা চাইলে কি না করতে পারে ! বলা হয়, একটি দেশের মস্তিষ্ক হলো সরকার। কিন্তু যখন সেই সরকার স্বৈরাচারী হয়ে যায় তখন দেশের তরুণ সমাজ ক্ষুব্ধ হয়ে ওঠে । ঠিক কয়দিন আগে, “কোটা সংস্কার” নিয়ে তেমনি পরিস্থিতি সৃষ্টি হয় এবং ছাত্রদলের বিক্ষোভ মিছিল দ্বিগুণ হয়ে যায়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বসন্ত কালে ছাত্ররা দ্বিগুণ হয় । অথচ, ২০২৪ সালে ছাত্র সমাজ দ্বিগুণ হয় বর্ষায়।