Posts

চিন্তা

ছাত্রসমাজ

August 14, 2024

Shamsun Naher

Original Author নাহার

188
View

কিছুদিন আগে দেশে যে থমথমে অবস্থা বিরাজ করছিল তা আমাদের সবারই কম বেশি জানা।

ছাত্ররা চাইলে কি না করতে পারে ! বলা হয়, একটি দেশের মস্তিষ্ক হলো সরকার। কিন্তু যখন সেই সরকার স্বৈরাচারী হয়ে যায় তখন দেশের তরুণ সমাজ ক্ষুব্ধ হয়ে ওঠে । ঠিক কয়দিন আগে, “কোটা সংস্কার” নিয়ে তেমনি পরিস্থিতি সৃষ্টি হয় এবং ছাত্রদলের বিক্ষোভ মিছিল দ্বিগুণ হয়ে যায়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বসন্ত কালে ছাত্ররা দ্বিগুণ হয় । অথচ, ২০২৪ সালে ছাত্র সমাজ দ্বিগুণ হয় বর্ষায়।

Comments

    Please login to post comment. Login