পোস্টস

গল্প

বিষন্ন মন ‌‌ নির্ঘুম রাত (প্রিমিয়াম)

১৪ আগস্ট ২০২৪

হামীম রহমান নিশাদ

দিনটি ছিল রবিবার, রমজান মাসের ১৪ তারিখ।গভীর রাতে ঘুম ভেঙে যায় প্রায়ই। ছাড়া ছাড়া অর্থহীন স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ জেগে উঠি। পরিচিত বিছানায় শুয়ে আছি, এই ধারণা মনে আসতেও সময় লাগে। মাথার কাছের জানালা মনে হয় সরে গিয়েছে পায়ের কাছে। তৃষ্ণা বোধ হয়। টেবিলে ঢাকা-দেওয়া পানির গ্লাস। হাত বাড়িয়ে টেনে নিলেই হয়, অথচ ইচ্ছে হয় না!
কোনো কোনো রাতে অপূর্ব জোছনা হয়। সারা ঘর নরম আলোয় ভাসতে থাকে। ভাবি, একা একা বেড়ালে বেশ হত!..........
.

এটি একটি প্রিমিয়াম পোস্ট।