Posts

নিউজ

২০২৪ সালের সামার রিডিং লিস্ট প্রকাশ করলেন ওবামা

August 14, 2024

নিউজ ফ্যাক্টরি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার ২০২৪ সালের সামার রিডিং লিস্ট বা গ্রীষ্মকালীন পাঠের তালিকা প্রকাশ করেছেন। ২০০৯ সাল থেকে প্রতি বছর এ ধরনের একটি তালিকা প্রকাশ করে থাকেন তিনি। চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি।   

মঙ্গলবার (১৩ আগস্ট) সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি ১৪টি বইয়ের একটি তালিকা প্রকাশ করেন। তিনি লিখেছেন, ‘আমি গত কয়েক মাসে কিছু দুর্দান্ত বই পড়েছি। আমার পছন্দের কিছু বই শেয়ার করতে চেয়েছি। এরপর আমার  কী বই পড়া উচিত তা আমাকে জানাতে পারেন।' 

ওবামার বাছাই করা বইয়ের তালিকায় ৮টি ফিকশনের বই রয়েছে। এর মধ্যে দুটি চলতি বছরের বুকার প্রাইজের দীর্ঘ তালিকায় স্থান পেয়েছে। এগুলো হলো, পার্সিভাল এভারেটের ‘জেমস’ এবং রিটা বুলউইঙ্কেলের ‘হেডশট’। 

এছাড়াও লিজ মুরের ‘দ্য গড অব দ্য উডস’, জ্যাক উইলিয়ামসের ‘বিউটিফুল ডেজ’, কাভেহ আকবরের ‘মারটিয়ার,  লিসা কো এর ‘মেমরি পিস’, ক্যালিয়ান ব্র্যাডলির ‘দ্য মিনিস্ট্রি অব টাইম’ এবং অ্যাডেল ওয়াল্ডম্যানের ‘হেল্প ওয়ান্টেড’ ওবামার তালিকায় রয়েছে।   

বারাক ওবামার ২০২৪ সালের গ্রীষ্মকালীন বইয়ের তালিকা এক নজরে দেখে নেওয়া যাক:

১. পার্সিভাল এভারেট- জেমস

২. রিটা বুলউইঙ্কেল- হেডশট

৩. লিজ মুর-  দ্য গড অব দ্য উডস

৪. জ্যাক উইলিয়ামস- বিউটিফুল ডেজ

৫. কাভেহ আকবর- মারটিয়ার

৬. লিসা কো- মেমরি পিস

৭. ক্যালিয়ান ব্র্যাডলি- দ্য মিনিস্ট্রি অব টাইম

৮. অ্যাডেল ওয়াল্ডম্যান-  হেল্প ওয়ান্টেড

৯. জন গ্যাঞ্জ -  হোয়েন দ্য ক্লক ব্রোক

১০. হানিফ আবদুর রাকিব- দেয়ার’জ অলওয়েজ দিস ইয়ার

১১. মেরিলিন রবিনসন- রিডিং জেনেসিস

১২. হ্যাম্পটন সাইডস- দ্য ওয়াইড ওয়াইড সি

১৩. জোনাথন ব্লিৎজার- এভরিওয়ান হু ইজ গন ইজ হেয়ার

১৪. রিচার্ড রিভস- অফ বয়েজ অ্যান্ড মেন 

সূত্র: কিরকাস  

Comments

    Please login to post comment. Login