Posts

কবিতা

মা ফিরবেন - মুহাম্মদ আল ইমরান।

August 15, 2024

মুহাম্মদ আল ইমরান

68
View

চোখের পানি বৃষ্টি হয়ে পরে। 
আপনার এক ফোটা চোখের পানিতে-
হৃদয়ে বাঁধ ভাঙে।
আপনি কাঁদবেন না আমার দিকে চেয়ে!

স্মৃতি আপনার মনকে গভীরভাবে 
নাড়া দেয়। 
এক বিস্মৃতি আপনাকে স্তব্ধ করে দেয়।
আমি বারবার আপনাকে দেখতে চাই-
আপনার চোখের পানি আমি দেখতে চাই না।

মায়ের জন্য চোখের পানি,
আমাকে পাণ্ডুলিপি রচনা থেকে স্তব্ধ করেছে।
মায়ের জন্য চোখের পানি,
আমাকে অচেনা পথে ঠিক করে হাঁটতে ভুলিয়েছে।
মায়ের জন্য চোখের পানি,
আমাকে রাতে ঘুমাতে দেয় নি। 
মায়ের জন্য চোখের পানি,
আমাকে হাসপাতালে রেখেছে।

আজাদের মা ছেলের জন্য না খেয়ে জীবন ত্যাগ করেছেন।
মায়ের জন্য সন্তানের চোখের পানি,
আজাদের মাকে ভুলিয়ে দেয়!

নীরবতা।
ইনটেনসিভ কেয়ার ইউনিটে ঘুমিয়ে থাকা মা!
মাগো তোমার কানে চিৎকার দিয়ে বলতে ইচ্ছা করে।
জেগে দ্যাখো মা।
তোমার সন্তানের চোখে পানি।

তবুও আছে বিশ্বাস, মা ফিরবেন। 
তবুও আছে বিশ্বাস, মা আবার মুখে খাবার তুলে দিবে।
তবুও আছে বিশ্বাস, মা অপেক্ষায় থাকবেন
সন্তানের ঘরে ফেরার জন্য।

বাঁচার জন্য মাঝির ছেড়ে দেয়া দ্বার ধরেছি হাতে।
মহা সমুদ্রের প্লাবন। তবুও ছেড়ে দিব না দ্বার।
ছেড়ে দে আর রক্ষা নেই
যখন এমন আচ্ছাদন আমাকে শুনানো হয়
তখন আমি বলি না আমার বিশ্বাস তিনি ফিরবেন। 
কেনই বা ছেড়ে দিব? 
যখন ছোট ছিলাম তখন কি মা আমাকে ছেড়েছেন?
না। তিনি ছাড়েনি। আগলে রেখেছেন।
আমিও আমার মাকে আগলে রাখবো। 
বিধাতার সঙ্গে যুদ্ধ করে হলেও, মাকে রাখবো।

আমি ধর্মে বিশ্বাস করি, আপনিও করবেন।
আমার মায়ের জন্য প্রার্থনা করবেন।
আপনার মাকেও বলবেন, তার জন্য প্রার্থনা করতে।
আমার মনে হচ্ছে, আমার মা গভীর ঘুমে আছেন।
তিনি ঘুম থেকে জেগে উঠবেন।

মা ফিরবেন। 
মা আবার আমার মুখে খাবার তুলে দিবেন।
মা অপেক্ষায় থাকবেন
আমার ঘরে ফেরার জন্য।

মুহাম্মদ আল ইমরান 
তারিখ: জুন ২০২৪ খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ।

Comments

    Please login to post comment. Login