Posts

নন ফিকশন

মিথ্যার উপর নির্মিত প্রতিটি শক্তিরই একদিন পতন হবে

August 15, 2024

হৃদয় হাসান

66
View

প্রতিটি অত্যাচারী, প্রতিটি স্বৈরাচারী, মিথ্যার উপর নির্মিত প্রতিটি শক্তিরই একদিন পতন হবে। আর যে বস্তুর মূল্যে তাদের পতন হবে, অন্ধকারের উপর আলোর বিজয় সূচিত হবে তা হলো তরুনদের টগবগে তাজা রক্ত।মিথ্যাবাদী, অত্যাচারী, স্বৈরাচারীরা সবসময়ই ঘৃণ্য, তারা সর্বদা ঘৃণ্য ছিল, ভবিষ্যতেও মানুষ তাদের ঘৃণ্যভাবেই স্মরণ করবে। তাদের পতন হবেই একভাবে নাহয় অন্যভাবে আগে বা পরে।তাদের পতন অবধারিত।       

July 26, 2024   

Comments

    Please login to post comment. Login