Posts

নন ফিকশন

পুলিশ বাহিনী যে এতটা বর্বর

August 15, 2024

হৃদয় হাসান

পুলিশ বাহিনী যে এতটা বর্বর, এতটা নৃশংস হতে পারে আজকে আন্দোলনে না গেলে বুঝতাম না। টানা ৫ ঘন্টা স্টুডেন্ট দের টিয়ারশেল, চিটা বুলেট নিক্ষেপ করে স্টুডেন্টদের এরা হামলা করে। প্রায় ১০০ জনের মতো শিক্ষার্থী আহত করে        

আমার জুনিয়ররা বুলেটের আঘাতে হাসপাতালে ভর্তি।২ জনের অবস্থা শোচনীয়।

দুঃখের ব্যাপার হলো কোনো মেইনস্ট্রিম মিডিয়া আজকে এই৷ বর্বরতা কভার করতে আসে নাই, সব দালাল আর চাটামি করা মিডিয়া।

ভাই টিয়ার শেলে এর তীব্রতায় মনে হচ্চে এখনো চোখ জ্বলছে।

এই অত্যাচার আল্লাহ সহ্য করবে না।

Cumilla. July 18,2024

Comments

    Please login to post comment. Login