“অন্যায়ের সাজা” গল্পটি মানব সমাজে অন্যায়কারীদের বিরুদ্ধে সংগ্রাম এবং তাদের শাস্তির কাহিনি। এই গল্পে হংসু, লিম্ভুক এবং রাম্পি প্রমাণ করেছে যে, সঠিক পথে চললে অন্যায়ের বিচার একদিন হবেই হবে। গল্পের প্রতিটি অধ্যায়ে এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে, যা পাঠকদের ন্যায়ের পথে চলার জন্য অনুপ্রেরণা দেবে।