Posts

নিউজ

হেনরি কিসিঞ্জারের শেষ বই আসছে নভেম্বরে

August 15, 2024

নিউজ ফ্যাক্টরি

110
View

প্রয়াত মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জারের লেখা সর্বশেষ বই চলতি বছরের ১৯ নভেম্বরে প্রকাশিত হবে বলে জানা গেছে। লিটল ব্রাউন নামের প্রকাশনা সংস্থা থেকে এটি বের হবে।  

বইটির নাম রাখা হয়েছে ‘জেনেসিস: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হোপ অ্যান্ড দ্য হিউম্যান স্পিরিট’। বইটিতে  সহ লেখক হিসেবে আছেন প্রযুক্তিবিদ এরিক স্মিড এবং ক্রেইগ মুন্ডি।  

লিটল ব্রাউন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) যে যুগ চলছে সে সম্পর্কে বুঝতে আমাদের সহায়তা করবে এই বইটি। এতে কার্যকরী কৌশলের রূপরেখা দেওয়া হয়েছে। এটি পাঠকদের স্মার্ট সিদ্ধান্ত নিতে এবং নতুন যুগের আকর্ষণীয় সুযোগগুলো কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে নির্দেশনা দেয়।  

কিসিঞ্জার বেশ কয়েকটি বই লিখেছেন। এগুলো হলো, ‘আমেরিকান ফরেন পলিসি’,‘হোয়াইট হাউস ইয়ার্স’, ‘অন চায়না’। ২০২১ সালেও তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একটি বই লিখেছিলেন। ‘দ্য এজ অব এআই’ শিরোনামের বইটির সহ লেখক ছিলেন, এরিক স্মিড এবং ড্যানিয়েল হুটেনলোচার।  

উল্লেখ্য, হেনরি কিসিঞ্জার সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০২৩ সালে তিনি ১০০ বছর বয়সে মারা যান। তিনি একজন বিতর্কিত ব্যক্তি ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি যুক্তরাষ্ট্র সরকারের জাতীয় নিরাপত্তা পরামর্শক ছিলেন। সে সময় তার ভূমিকার কারণে বাংলাদেশিদের কাছে তিনি কুখ্যাত মানুষ হিসেবে পরিচিত ছিলেন। স্বাধীনতা যুদ্ধের পর তিনি বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলে উল্লেখ করেছিলেন।  

সূত্র: কিরকাস 

Comments

    Please login to post comment. Login