পোস্টস

কবিতা

হড়হড় করে বমি আসার আগে কিছু প্রশ্ন

১৬ আগস্ট ২০২৪

শায়খ মোহাম্মদ আবু তাহের

তোমরা যারা আওয়ামী লীগ করো—

তোমরা কি এখনো বুঝতেছো না,

চেটে খাওয়া কুকুরের কাজ, মানুষের না? 

তোমরা কি এখনো বুঝতেছো না, 

যাদের কাছে মেরুদণ্ড জমা দিছিলা, তারা নিজেরাই মেরুদণ্ডহীন?

তোমরা কি এখনো বুঝতেছো না, 

“প্রিয় অভিভাবক” তোমাদের পরিত্যাগ করছে? 

তোমরা কি এখনো বুঝতেছো না, 

“আমি-আমার বাবা” এইটাই উনার প্রথম এবং শেষ কথা?

তোমরা কি এখনো বুঝতেছো না, 

বুলেট বারুদের ক্ষমতা কাউকে অজেয় করতে পারেনা?

তোমরা কি এখনো বুঝতেছো না, 

ইতিহাসের নিকৃষ্টতম অধ্যায় লেখা হবে, তোমাদের দলকানা দালালি নিয়ে?

তোমরা কি এখনো বুঝতেছো না, 

তারা বিতাড়িত, আর তোমরা প্রতারিত? 

তোমরা কি আসলেই বুঝতেছো না, 

ক্ষমা চাওয়ারও একটা শেষ সময় থাকে?


জানি তোমরা বুঝবা না, বুঝতে চাও-ও না

তোমাদের নিয়ে এতগুলা বাক্য অযথাই ব্যয় করলাম 

তাই এখন আমার হড়হড় করে বমি আসতেছে......