Posts

নন ফিকশন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব স্লোগান একসাথে।

August 17, 2024

হৃদয় হাসান

2127
View

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার পতন আন্দোলনের জ্বালাময়ী সব স্লোগান, লাখো জনতার কন্ঠে উচ্চারিত সব শব্দবোমা একসাথে স্মৃতি হয়ে থাকুক ~     

"কোটা না মেধা,মেধা মেধা"

"আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই"

"জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে "

"লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে"

"আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম"

"দালালি না রাজপথ, রাজপথ রাজপথ"

"আমি কে তুমি কে, রাজাকার, রাজাকার;

কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার, স্বৈরাচার"

"চেয়েছিলাম অধিকার হয়ে, হয়ে গেলাম রাজাকার"

"আমার খায়, আমার পরে, আমার বুকেই গুলি করে"

"তোর কোটা তুই নে, আমার ভাই ফিরিয়ে দে"

"লাশের ভেতর জীবন দে, নইলে গদি ছাইড়া দে"

"একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার"

"অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন"

"ছাত্রজনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন"

"আমার ভাই কবরে, খুনিরা কেন বাইরে"

"জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো"

"দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত"

"রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়"

"বুকের ভেতর দারুন ঝড়, বুক পেতেছি গুলি কর"

"ইনকিলাব জিন্দাবাদ"

"দফা এক,দাবি এক,খুনি হাসিনার পদত্যাগ"

"এক দুই তিন চার, শেখ হাসিনা গদি ছাড়"    

Comments

    Please login to post comment. Login