Posts

নন ফিকশন

কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদিন

August 17, 2024

হৃদয় হাসান

67
View

ধাওয়া খেয়ে একপর্যায়ে একটা হাসপাতালে ঢুকে পড়ি আমরা চারজন।   

আমরা হাসপাতালের ঢোকার পরই গ্লাসডোর তালা মেরে দেয় দারোয়ান।

চারজনের দুইজন অলরেডি ছিটা বুলেট লেগে আহত। হাসপাতালে বললাম ওনাদের দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেন। ততক্ষণে ছাত্রলীগ হাসপাতালের সামনে চলে আসছে। গ্লাস ডোরের অপজিটে বাইরে দাড়িয়ে বারবার হাসপাতালের লোকজনকে বলতেছে "এই দরজা খোল, ভিতরে ছাত্র আছে,তাড়াতাড়ি দরজা খোল" হাসপাতাল কর্তৃপক্ষ বুঝিয়ে বললো কেউই নাই সবাই হাসপাতালের স্টাফ এখানে।

আর ভিতরে ডুকে নাই, ছাত্রলীগ।এই যাত্রায় প্রানে বেঁচে গেলাম।আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম।

গ্লাসডোর দিয়ে ভালো মতো ছাত্রলীগ কর্মীদের দেখে নিলাম, এরাও দেখতে অবিকল মানুষের মতো।শুধু সাদা রিভালবার দিয়ে হাসপাতালের সামনে দাড়িয়েই দূরে দাড়িয়ে থাকা ছাত্রদের গুলি করতেছে, যেভাবে পাখি শিকার করে ঠিক সেভাবে।    

আমি সেইফ, তবে রাস্তায় ছুটাছুটি করা আমার ভাই,বোনেরা?

উপরে তাকিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলাম।এই বুলেট যেন কোনো ভাইকে আঘাত না করে.

August 3,2024.

police line,Cumilla.

Comments

    Please login to post comment. Login