Posts

চিন্তা

পশ্চিমা বিশ্ব যেভাবে আমাদের ক্ষতি করছে।

August 17, 2024

মোহাম্মদ সাকিব (সাকু মিয়া)

Original Author সাকু মিঞা

বাংলাদেশ গরিব হয়ে যাওয়া- অতিরিক্ত inflation হওয়া। দিন দিন সারা বিশ্বে মুসলিমদের ডোমিনেট করা। বিশ্বে মুসলিমদের ক্ষমতা কমে আসা।  সব কিছুর পেছনে হাত আছে পশ্চিমা বিশ্বের আর এদের ইন্টেনশন হচ্ছে মুসলিমদের ডোমিনেটেড করা
এর একটা ছোট্ট এক্সাম্পল হচ্ছে জেরুজালেমে  অবস্থিত আল আকসা। এবং বিশ্ব যুদ্ধ/ দেশে দেশে যুদ্ধ যেটাই হোক কোনো ভাবে সব কিছুর পেছনে পাওয়া যায় একটাই হাত পশ্চিমা বিশ্ব।আর এদের মহানায়ক আমাদের প্রান প্রিও দেশ আমেরিকা। 
প্রমান? বিশ্ব যুদ্ধ ১- অস্ত্র বিক্রি। রাশিয়া, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে তারা অস্ত্র বিক্রি করে নিজেরা ধনি হয়েছে। এখন ভাবতে পারেন যে অস্ত্র বিক্রির সাথে যুদ্ধ লাগানোর কি সম্পর্ক? বা মহানায়কের সম্পর্কি কি? সম্পর্ক আছে! সম্পর্ক হচ্ছে গোপন সাপোর্টের। এরকম শক্তিশালি দেশ যখন বিশ্ব যুদ্ধে কাউকে সহায়তা করে তখন সেই যুদ্ধ থামার পরিবর্তে আরো গভির হয় এবং তারা বিশ্ব শাষনের নাগাল পায়।
এনাদার প্রমান- বিশ্ব যুদ্ধ ১ - আমেরকা ইংল্যান্ড কে প্রপার শেল্টার দিয়েছে গোপনে।এবং সেই সাথে অস্ত্র বিক্রি করেছে সবা দেশগুলোর মধ্যে বিষয়টা কেমন বুঝেছেন আশা করি বাকিটা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন ।  এমেরিকা যে সাপোর্ট দিয়েছে এই বিষয়টা প্রকাশ হয়নি কখনোও। এরা গেইম খেলেছে বিশ্ব যুদ্ধে যখন এমেরিকার বিরুদ্ধে যুদ্ধের ঘোষনা হয় জার্মানির গোপন চিঠির মাধ্যমে যেটা এমেরিকা পেয়ে যায় তখন এমেরিকা ইংল্যান্ড কে সরাসরি সাপোর্ট দেয়।  যার কারণে আগের বিষয়গুলা ধামাচাপাই থাকে। বস্তুত তাদের সাপোর্টেই এত কিছু।আর বিশ্বযুদ্ধ ২ এর ঘটনা সকলেই জানি। বিমান বাহিনীর হামলা ওপেনহাইমারের তৈরি করা নিউক্লিয়ার বোমা কোত্থেকে এলো সবারই জানা আছে।
মানে আলটিমেটলি এমেরিকাই বিশ্বকে কন্ট্রোল করে যাচ্ছে তখন/এখন এবং ভবিষ্যতেও করবে। একটা সময় পর্যন্ত 
আমেরিকা না করলেও পশ্চিমাদের মধ্যে কেউ করবে(দাজ্জাল আসার আগ অবধি)।
এবার দেখেন কিভাবে আমেরিকা/পশ্চিমারা আমাদের ক্ষতি করছে
- ঘটনা ১- :ওয়েস্টার্ন কালচার আমরা সকলেই জানি ওয়েস্টার্ন কালচার কিভাবে আমাদের মুসলিম জাতীর ক্ষতি করছে পাশাপাশি নারী পুরুষ সমান অধিকার নারীবাদি  সাম্যবাদি এমন কতো কিছু এসে নারীদের অধপাতের কারণ বানাচ্ছে। কিন্তু তারা ভাবছে তারা স্বাধীন হচ্ছে। এটা পশ্চিমাদের একটা অন্যতম কালচার। নারীরা খোলামেলা ভাবে চলবে।
ঘটনা-২- : অর্থনীতি। 
প্রত্যেক দেশের ফরেন রিসার্ভ কারেন্সি ডলার।
সুতরাং ডলারের মান কমার সাথে সাথে টাকা-রুপি-ইউরো-দিরহাম-দিনার সব কিছুর দাম কমে যায়।
যার ফলশ্রুতিতে আমরা গরীব দেশে পরিনত হচ্ছি।

ইসলামের ক্ষতি -:
ইসলাম ডোমিনেটেড হচ্ছে। এবং নাস্তিকতার ফিলোসোফি এসেছে পশ্চিমাবিশ্ব থেকে। জেনে অবাক হবেন যে নাসা নামক এক লেইম প্লার্টফ্রমের ইন্ডিভিজুয়াল গোল হচ্ছে সৃষ্টিকর্তা যে নেই সেটা প্রমান করা।
কি বিশ্বাস হচ্ছেনা? নাসা নিয়ে কয়েক ঘন্টা পরাশোনা করেন আর্টিকেলস পরেন পেয়ে যাবেন।
আপনারা ভাবতে থাকেন যে ইসলামের মুল দৃষ্টি শুধুই পরকাল তবে ভুল। জেরুজালেম পুরোটা পশ্চিমা ক্ষমতার সাহায্যে ইহুদিরা দখল করবে এই কাজের জন্যেই বর্তমানে পশ্চিমারা স্ট্রং হচ্ছে।  এবং এরপর আসবে দাজ্জাল। এ সবই পরিকল্পিত।  এইগুলা নিয়া ভাবলে আপনার মাথায় আর একে ওকে কাফের ফতোয়া দেয়ার চিন্তা আসবেনা। এর নামাজ হয়না এইগুলা করতে করতে পশ্চিমারা এদের মিশন শেষের দিকে এনে ফেলছে আমরা ভাবছি নরমাল?।
এগুলো সবই হচ্ছে দাজ্জাল আগমনের সিস্টেমেটিক  কার্জক্রম।
পরকাল ছাড়াও এই বিশ্বে যাই হচ্ছে কোনোনা কোনো ভাবে ইসামের সাথে সংশ্লিষ্ট। 
অর্থাৎ বিশ্বে যাই হচ্ছে না কেনো এর শেষ ইসলামের হয় ক্ষতি করছে নাহয় উপকার করছে।
হয় ইসলাম বিরোধী নাহয় পক্ষে। আপনি যতো বড়ো বড়ো বিষয় ঘাটান না কেনো এর শেষ খুজতে গেলে দেখবেন তারা স্পেশালি ইসলামের ক্ষতি করার পরিকল্পনা নিয়েই আছে। আপনি আমি শুধু ভাবছি এগুলো নিয়ে ওরা মাথা ঘামায় না বাট আসলে বিশ্ব যুদ্ধের গভিরতা  খুজেন- প্রথম চন্দ্রজয় উদ্যেশ্যের গভিরতা খুজেন। সব কিছুর শেষ খুজলেই পাবেন হয় ইসলামের ভালো অথবা খারাপ।
 

Comments

    Please login to post comment. Login