পোস্টস

বাংলা সাহিত্য

মৌমিতা'

১৭ আগস্ট ২০২৪

মোঃ জসিম উদ্দীন গাজী

'মৌমিতা'

মৌমিতারা অভিশাপ দিয়ে যায়-আমরা অভিশপ্ত হই
আমাদের কলংক হয়- সমাজ-দেশ-কালচার-ভাষা-   সংস্কৃতী-জাত-বর্ণ কংলকিত হয়
আমরা না পারি তার ঋন শোধরাবার-
না পারি মানব সভ্যতার সংস্কার-না পারি রুখে দেবার
কিন্তু আমরা পারি পৃথিবীর হাতের মুঠোয় রাখতে

মৌমিতারা দির্ঘশ্বাস ছেড়ে নরকের দুয়ার খুলে যায়! 
এক একটা দানবের নিকৃষ্টতা সর্বত্রে ছড়িয়ে পরে
আমরা পুড়ি-আমরা জ্বলি-আমরা ছারখার হয়ে যাই
কত প্রযুক্তি উন্নত জীবনাচার আধুনিক সাজসজ্জা 
তবু রয়ে আছে আমাদের পশুত্ব ভেতরের--
লাখ বছর পেছনে
লজ্জা হয়না-ঘৃনা হয়না-বিবেক জাগরত হয়না 
দায় বাড়ে-আমরা হাহুতাশ করি-এমনিতেই করি!
মৌমিতাদের নিরাপত্তা চাই-মানববন্ধন হয়!

মানব সভ্যতার সকল মৌমিতারা মুখ লুকায়
এমন বিবর্ণ পাপিষ্ঠ দের হাতে মৌমিতাদের বিদায় হয় বিদায় হয় যেন বিশ্ব মানব সভ্যতার 
বিদায় নেয় তারা,মুক্তি নেয়-স্বর্গের পথে ডানা মেলে-
অন্তিম লোকে পাড়ি জমায়-অন্ধকারের মেঘ রেখে যায়
আর ফিরে তাকায়-অপেক্ষায় থাকে-বাকি সব মৌমিতারা কখন পালাক্রমে উড়াল দেবে
মৌমিতারা তো এভাবেই চলে যায়-তারা এক রকম জিতেও যায় স্বর্গবাসি হয় - কিন্তু!?

আমাদের রেখে যায় এক পাপের গ্রহে-দাবদাহে
চিতার অগ্নি করে যায় সমাজ সংসার, 
উত্তাল করে যায় রাজ পথ-রাজ মহল-গণ মিছিলে
অবরোধ হয় সমস্ত রাত-মোমবাতি গলিয়ে প্রতিবাদের আগুন শিকা জ্বালিয়ে রাখি এমন প্রতিক্রিয়ার--
বলিষ্ঠ গলায় ছাড়ি-ঘাতকের বিচার!
হয়তো এই ঘাতক-পশু-কিটদের বিচার হবে
তাই বলে আর কোন মৌমিতা মরবেনা এমন করে?
হ্যা! মরবেতো মৌমিতারা দিনে দিনে যুগ যুগ হাজার বছর ধরে এভাবেই মরবে, কারন মৌমিতারা পুরুষ শাসিত এই বিশ্ব সমাজে-নগর সংসার পল্লীতে 
মানুষ নয়-নারী, নারীরা মানুষ হয় কি করে!?
এর থেকে ভয়ংকর কিছু হবে বাকি মৌমিতাদের,
হবেনা কেনো?- 
মানব-সভ্যতার চর্চার রীতি নেই আমাদের