চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রের পাবলিক স্কুলগুলোতে ৪ হাজারের বেশি বই নিষিদ্ধ করা হয়েছে। এটি আগের বছরের তুলনায় নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পেন আমেরিকা।
আন্তর্জাতিক এই সাহিত্য সংগঠনটি এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধে স্কুলগুলোতে বই নিষিদ্ধের সংখ্যা ইতোমধ্যেই গত বছরের নিষেধাজ্ঞার সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
এতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ৪২টি রাজ্যে বই নিষিদ্ধ করা হয়েছে। এটি কেবল রক্ষণশীল রাজ্যগুলোতেই ঘটেছে তা নয়, বরং প্রগতিশীল রাজ্যগুলোতেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে নারী, যৌন সহিংসতা, ধর্ষণ, এলজিবিটিকিউ, ট্রান্সজেন্ডার নিয়ে যেসব বই রয়েছে সেগুলো নিষিদ্ধ করা হচ্ছে। এছাড়া কৃষ্ণাঙ্গসহ বিভিন্ন জাতি বর্ণের মানুষদের নিয়ে লেখা বইও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সবচেয়ে বেশি বই নিষিদ্ধ হয়েছে। এই রাজ্য চলতি বছরের এপ্রিল পর্যন্ত মোট ৩ হাজার ১৩৫টি বই নিষিদ্ধ করা হয়েছে।
পেন এর ফ্রিডম টু রিড প্রোগ্রাম ম্যানেজার সাবরিনা বাতা এক বিবৃতিতে বলেছেন, ‘জাতি, বর্ণবাদ, লিঙ্গ পরিচয়, যৌন বিষয়বস্তু আছে এমন বইগুলো নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। বই নিষিদ্ধ করার এই প্রক্রিয়াটি থেমে যাওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। আমরা দেখছি, এই নিষেধাজ্ঞাগুলো আরও কঠোর এবং আরও বিস্তৃত হচ্ছে। এর ফলে সারা দেশে লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে।'
সূত্র: কিরকাস