শত্রু নামক সখ্য
কলমে- জুয়েল রানা
রক্ত ঝড়ায়ে কাব্য লিখিয়া
রাখিয়াছি মোর বক্ষে
হইনি কখনো কুর্নিশ আমি
শত্রু নামক সখ্যে।
শত্রুতে মম ভয় নেই কভু
হোক না বিষম ভীম
দৃঢ় যাত্রাটা শিখিলাম আরও-
ভাঙিলাম শত হিম।
শাঁই শাঁই করে পাক খাই আমি
উড়ায় মোরে ঝঞ্ঝা
শত্রু নামক সখ্য তখনই-
শিখিয়ে দিলো রে পাঞ্জা।
পাতালে বসিয়া আকাশ কাঁপাই
শত্রু তোমার জন্য
না চাহিতেও চিত্ত যে মোর
তোমার কারণে ধন্য।
✍️___Juyel Rana