Posts

নিউজ

রুশদির স্মৃতিকথা ‘নাইফ’ অবলম্বনে তৈরি হচ্ছে ডকুমেন্টারি

August 18, 2024

নিউজ ফ্যাক্টরি

116
View

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান লেখক সালমান রুশদির সর্বশেষ স্মৃতিকথা দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি ডকুমেন্টারি তৈরি করছেন অস্কারজয়ী মার্কিন তথ্যচিত্র নির্মাতা এবং প্রযোজক অ্যালেক্স গিবনি। ‘নাইফ: মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পড মার্ডার’ নামের এই স্মৃতিকথা চলতি বছরের এপ্রিলে প্রকাশিত হয়। 

এই ডকুমেন্টারির নাম রাখা হয়েছে ‘নাইফ’। এতে ছুরিকাঘাতে আহত হওয়ার পর রুশদি কীভাবে সুস্থ হয়ে উঠেন তা বিস্তারিত তুলে ধরা হবে। এছাড়া তার স্ত্রী র‍্যাচেল এলিজা গ্রিফিথসের শ্যুট করা কিছু ব্যক্তিগত ফুটেজও ব্যবহার করা হবে। ডকুমেন্টারিতে বুকারজয়ী এই লেখকের শারীরিক এবং আধ্যাত্মিক নিরাময়ও তুলে ধরা হবে।        

গিবনি এক বিবৃতিতে বলেছেন, ‘সালমান রুশদি, একজন অসাধারণ উপন্যাসিক এবং একজন মজার মানুষ। বিশ্বের সবচেয়ে সাহসী বাকস্বাধীনতার রক্ষকদের মধ্যে একজনকে নিয়ে এই ছবিটি তৈরি করা খুবই আনন্দের এবং সম্মানের।' 

অস্কারজয়ী মার্কিন এই পরিচালক ইতোমধ্যেই নাইফ তথ্যচিত্রের কাজ শুরু করে দিয়েছেন। গিবনির সর্বশেষ তথ্যচিত্রের নাম ‘মাস্ক’। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ককে নিয়ে করা এ তথ্যচিত্র এই বছর এইচবিওতে দেখা যাবে। 

উল্লেখ্য, সালমান রুশদি ২০২২ সালের আগস্টে নিউইয়র্কে একটি সাহিত্য উৎসবে বক্তৃতা দেওয়ার সময় ছুরিকাঘাতে আহত হন। এই হামলার ফলে তার এক চোখ অন্ধ হয়ে যায় এবং তার লিভারের ক্ষতি হয়। এছাড়া তার বাহুর স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে একটি হাত অকার্যকর হয়ে যায়। এই ঘটনাকে স্মরণ করে তিনি নাইফ নামের স্মৃতিকথাটি লিখেন।    

সূত্র: দ্য গার্ডিয়ান        

Comments

    Please login to post comment. Login