Posts

প্রবন্ধ

দেশপ্রেমের ধারণা বেশ ব্যাপক ও বিস্তৃত।

April 29, 2024

সাইদুর রহমান শাহিদ

Original Author সাইদুর রহমান শাহিদ

148
View
দেশপ্রেম বলতে আমরা অনেকেই কেবল দেশের জন্য যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনাকেই বুঝি। প্রকৃতপক্ষে দেশপ্রেমের ক্ষেত্র অত্যন্ত বিস্তৃত। দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব রক্ষায় সহায়তা করা; দেশের সম্পদের সংরক্ষণ ও অপচয়রোধ;দেশের মানুষের শিক্ষা ও জীবনমানের উন্নয়নে অবদান; দুর্যোগকালে তাদের পাশে দাঁড়ানো;রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করা ছাড়াও বহু ক্ষেত্র রয়েছে যা দেশপ্রেমের অন্তর্গত। কোন রাষ্ট্রে বসবাস করলে যেমন সে রাষ্ট্র আমাদের নিরাপত্তা ও বেশ কিছু অধিকার নিশ্চিত করে ঠিক তেমনি রাষ্ট্রও আমাদের উপর কিছু দায়িত্ব ও কর্তব্য অর্পণ করে। যেমনঃ রাষ্ট্রের প্রচলিত আইন মান্য করে তার শান্তিশৃঙ্খলা বজায় রাখা; রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবদান রাখা; ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা; রাষ্ট্রের সম্পদ রক্ষণাবেক্ষণ ও তার অপচয়রোধ করা প্রভৃতি। যার সবই দেশপ্রেমরই অংশ। কেননা যা কিছু দেশের কল্যাণ বয়ে আনে তার সবই দেশপ্রেমের অংশ। সমাজের কোন ব্যক্তি অর্থাভাবে অনাহারে আছে কিংবা চিকিৎসা গ্রহণ করতে পারছে না।  আমরি যদি তাকে সাহায্য করি তাহলে সেটাও হবে দেশপ্রেমের অংশ। আমার আমাদের বাসাবাড়ি, অফিস-আদালত, ব্যবসা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ, গ্যাস, কিংবা পানির অপচয় করছি অহরহ। সেই অপচয় যদি রোধ করি তাহলে সেটাও হবে দেশপ্রেমের অংশ। নির্বিচারে বৃক্ষনিধন,যত্রতত্র ময়লা আবর্জনা নিক্ষেপণ সর্বোপরি পরিবেশদূষণ থেকে আমরা দেশকে রক্ষা করে যদি তাকে বিশুদ্ধ ও নির্মল রাখতে পারি তাহলে সেটাও হবে আমাদের দেশপ্রেম। সুনাগরিক হওয়ার গুণাবলি অর্জন এবং সেগুলোর প্রয়োগ করাও দেশপ্রেম।  দেশের সংবিধান,আইন,ঘোষিত স্বাস্থ্যবিধি মান্য করাও দেশপ্রেমেরই নামান্তর। শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে মানবসম্পদে রূপান্তরিত করে দেশ ও দেশের জনগণের কল্যাণে নিযুক্ত করার মাঝেও দেশপ্রেম নিহিত। দেশের শান্তিশৃঙ্খলা,স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভঙ্গকারীদের দমনে দেশে নিযুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকালী বাহিনীকে সহায়তা করাও দেশপ্রেমের আওতাভুক্ত। ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনায় যোগ্য নেতৃত্ব নির্বাচনও দেশপ্রেমের আওতাভুক্ত। দেশের মানুষকে ভালোবাসা,বিপদাপন্ন মানুষকে সাহায্য করা,অভুক্ত মানুষকে আহারের সরবরাহ করা, এসবের মাঝেও আছে দেশপ্রেম।  কেননা তারা একটি দেশেরই অংশ। দেশের মানুষ মানুষ ছাড়া একটি দেশ চলতে পারেনা,জনগণ তার চালক। মোটকথা কোন দেশের অভ্যন্তরে যা কিছু বিরাজমান তার কল্যাণে সহায়তা করা এবং কল্যাণ কামনা করাই দেশপ্রেমের অংশ। আসুন আমরা সবাই দেশপ্রেমিক হই; নিজ দেশকে ভালোবাসি; তাকে সুরক্ষিত রাখি।

Comments

    Please login to post comment. Login