Posts

নন ফিকশন

ঢাকার রাস্তায় এরকম সুশৃঙ্খল ট্রাফিক শেষ কবে দেখেছেন?

August 19, 2024

হৃদয় হাসান

60
View

ঢাকার রাস্তায় এরকম সুশৃঙ্খল ট্রাফিক শেষ কবে দেখেছেন?     

যদি পরিবর্তনের বাংলাদেশ চান, নতুন প্রজন্মকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে চান তাহলে আজকে থেকে নিজেই পরুবর্তন হোন,শপথ করেন -

১/আমি নিজে কখনো ট্রাফিক আইন অমান্য করবো না,ট্রাফিক সিগনাল মেনে গাড়ি চালাবো।        

২/ আমি যে গাড়ি করে যাচ্চি সে গাড়ি যদি ট্রাফিক আইন ভাঙ্গে ( যত্রতত্র পার্কিং, অহেতুক হর্ণ দেওয়া,wrong way তে ঢুকে পড়া) সাথে সাথে প্রতিবাদ করবো।

৩/ রাস্তা পারাপারে জেব্রা ক্রস ফুট, ওভার ব্রিজ ব্যাবহার করবো,ফুটপাত দিয়ে হাঁটাচলা করবো। অন্যদের করতে উৎসাহিত করবো।

৪/ যেখানে অন্যায় সেখানেই আওয়াজ তুলবো।

একবার ভয়েস রেইজ করলে দেখবেন, আপনি একা না। আপনার সাথে সবাই আছে।

August 7,2024

Comments

    Please login to post comment. Login