Posts

কবিতা

ছড়া: কতদিন পর আহা ইশকুল খুলল

August 19, 2024

আহমেদ সাব্বির

Original Author আহমেদ সাব্বির

 

কত দিন পর আহা ইশকুল খুলল

আহমেদ সাব্বির 

কত দিন পর আহা ইশকুল খুলল

চলো যাই ইশকুলে 

দলবেঁধে দুলে দুলে 

ইশকুলে গেলে মন হবে উৎফুল্ল। 

বন্ধুরা কই রে? 

একসাথে হই রে

দলবেঁধে ক্লাসে যাই, করি হইচই রে। 

বন্ধুরা কই সব? কম কেন সংখ্যা!

বেঞ্চ খালি, ক্লাস খালি, মনে জাগে শঙ্কা!

কই রিয়া? ফারহান, শুভ, রনি, ইফতি?

মিঠু কই? সাজু কই? ছড়াবে কে দীপ্তি!

মোনায়েল, আশিকুল, সাজ্জাদ, সাদ কই?

নাঈমা কি আসবে না? ওর সংবাদ কই?

পত্রিকা পোস্টারে লাল রঙ-তুলিতে 

বন্ধুরা ছবি আজ ঘাতকের গুলিতে। 

নিষ্পাপ কচি প্রাণ, চাঁদমাখা হাসিমুখ

নিঃসাড়ে কেড়ে নিল ঘাতকের বন্দুক।

জাবিরের শাদা শার্টে ছোপ ছোপ রক্ত

খুনিরা তো চিরকাল ক্ষমতার ভক্ত। 

মা কাঁদে, বাবা কাঁদে, থামে না সে কান্না

শত শত স্বজনেরা লাশ খুঁজে পান না। 

শিশুদের সেই হাসি উচ্ছ্বাস গেল কই?

‘ফিরে এসো বন্ধুরা’- ইশকুল ডাকে ওই। 

বন্দুক বুঝবে কি বন্ধুর মূল্য!

কত দিন পর হায় ইশকুল খুলল।

 

Comments

    Please login to post comment. Login