তুমি তো ছেরে চলেই গেছো-
হেসে খেলে দিন কাটাচ্ছো
আমায় তুমি ভুলে গেলে নতুন সাথী পেয়ে
কেমন করে ভুলবো তোমায় ও মায়াবী মেয়ে।
তোমায় আজও ভুলিনি আমি মনে রেখেছি বেশ
মন আজও খুলিনি আমি হৃদয়ে রেখেছি ক্লেশ
তুমি তো সুখ পেয়েই গেছো-
সুখে সুখে দিন কাটাচ্ছো।
তুমি আজ সুখী হলে নিজের মতো করে!
সুখের দেখা পেয়ে তুমি আমায় ভুলে গেলে?
ভাবতে গেলে হৃদয় কাপে, কেপে ওঠে বুক।
ভেবেছিলাম আমি হীনা পাবেনা তুমি সুখ।
তুমি তো আজ ভুলেই গেছো-
আমায় ভুলে দিন কাটাচ্ছো
তোমার জন্য আজও কাঁদে আমার দুই আঁখি!
আমার প্রানের ময়নাটি আজ অন্যের সুখপাখি
খাঁচার ময়না উড়ে গেলো আপন নীড় ফেলি।
সাথে সাথে প্রান পাখিটি দিলো ডানা মেলি।
তুমি তো আজ বেচে আছো -
মহানন্দে দিন কাটাচ্ছো
ভাবছো তুমি অকারণে তোমায় দোষা হবে।
না , তোমায় আমি দুষছি না দুষেছি বা কবে।
কোন কিতাবে লেখা আছে বাসতে হবে ভালো!
আমি বেসেছি আমার দোষ! আমার অন্তর কালো।
তুমি ছিলে সঠিক পথে।
আমি দোষী আমার মতে।
কে বলেছে কোথায় কবে! দিতে হবে প্রত্যর্পণ ।
আমি বাসলে তোমায় কেনো করতে হবে পদার্পন।
বাসনা যার দায়ভার তার, নয় তার প্রিয়জনের!
প্রিয়জন ভালো বাসবে কিনা একান্তই তার মনের।