Posts

নিউজ

বেস্টসেলার লেখক জেডি ভ্যান্স হলেন ট্রাম্পের রানিংমেট

August 19, 2024

নিউজ ফ্যাক্টরি

111
View

মার্কিন বেস্টসেলার লেখক জেডি ভ্যান্সকে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী বা রানিং মেট হিসাবে বেছে নিয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ভ্যান্স 'হিলবিলি এলেজি' নামক বেস্টসেলার একটি বইয়ের লেখক। এই স্মৃতিকথাটি ২০১৬ সালের ২৮ জুন প্রথম প্রকাশিত হয়েছিল।

হিলবিলি এলেজি হার্পার কলিন্স থেকে বের হয়। এই বইতে ভ্যান্স, ওহাইয়ো রাজ্যের মিডলটাউন শহরে তার বেড়ে উঠার কাহিনী বর্ণনা করেছেন। এটি বেস্টসেলার একটি বই ছিল। এই বইয়ের সাফল্য তাকে জনপ্রিয় করে তোলে।  

তার এই স্মৃতিকথা অবলম্বনে ২০২০ সালে একটি সিনেমা বানানো হয়। অস্কারজয়ী মার্কিন চলচ্চিত্র নির্মাতা রন হাওয়ার্ড পরিচালিত এই ছবিতে অভিনয় করেন অ্যামি অ্যাডামস এবং গ্লেন ক্লোজ। এটি নেটফ্লিক্সে দেখা যেতে পারে।  

১৬ জুলাই ডোনাল্ড ট্রাম্প তার রানিংমেট হিসেবে জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন। এরপর হিলবিলি এলেজির চাহিদা আবারও বেড়ে যায়। বইটি অ্যামাজনের বেস্টসেলার তালিকার শীর্ষে উঠে আসে। অথচ ১৫ জুলাই বইটি বেস্টসেলার তালিকার ২২০ নম্বরে ছিল।  

বইটি এ পর্যন্ত ১৫ লাখ কপির বেশি বিক্রি হয়েছে। সামনের দিনগুলোতে এটির বিক্রি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। 

উল্লেখ্য, জেডি ভ্যান্স একজন সাবেক মেরিন সেনা ছিলেন। তিনি ইয়েল ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন। এককালে তিনি ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন। সাবেক প্রেসিডেন্টকে মূর্খ এবং আমেরিকার হিটলার বলে অভিহিত করেছিলেন তিনি। ২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি হতাশা প্রকাশ করেছিলেন। তিনি এই ঘটনাটিকে আমেরিকার নৈতিক বিপর্যয় বলে উল্লেখ করেছিলেন। 

সূত্র: কিরকাস    

Comments

    Please login to post comment. Login