Posts

কবিতা

স্কুল জীবন

August 20, 2024

মোহাম্মদ সাকিব (সাকু মিয়া)

Original Author সাকু মিঞা

71
View

আয়রে সখী আয় তোরা আয়রে বুকে আয়।
তোদের না দেখে আমার পরান জ্বলে যায়।

     
       রফিক সফিক আদি বক্কর 
       দেশ-বিদেশে দিচ্ছে চক্কর।
       আসিফ শাওন বদি মফিস
       করছে এখন রোজ অফিস।
       কেউ বা ছেরে গেছে স্বদেশ।
       আহা মোদের স্কুলজীবন শেষ
                       

দলবেঁধে সব ঘুড়তো ফিরতো করতো কত খেলা!
বুঝেনি তো তখন তারা এসব ক্ষনিকের মেলা।


      ঝগড়া করতো সীমা তন্নী 
      রাগে ক্লেশে নয়ন বহ্নি। 
      তন্নীর মনে মিলনের খায়েশ।
      সীমা করছে গোরে আয়েস।
      তন্নীর হৃদয়ে জাগে ক্লেশ।
      আহারে মধুর স্কুলজীবন শেষ।

দুষ্টুমিতে ছিলাম মোরা স্যারের চোখে সেরা।
ভাবলেই বুক কেপে ওঠে, আর হবেনা ফেরা।


         সুন্দর দিন ছিলো সেদিন।
         কথা শুনতাম গুরুর যেদিন।
         দোষ করে ধরতাম কান।
         করতাম না এর অবসান
         সব কিছু আজ নিঃশেষ। 
         আহা মোর স্কুলজীবন শেষ!

কতশত স্মৃতি ভরা মোদের পাঠশালার প্রাঙ্গণ।
আর কি কভু ফিরে পাবো পুরনো সেই সঙ্গণ? 
 

Comments

    Please login to post comment. Login