Posts

পোস্ট

করোনা

August 20, 2024

Iqbal Hossain

68
View

এই মুহূর্তে পৃথিবীর গভীরতম সমুদ্রে আমার যাত্রা। করোনা পুরো এক যান্ত্রিক শহরকে স্তব্ধ করার পায়তারা চলছে। ভাইরাসের শহর কিংবা মৃত্যর সাথে পান্জা লড়া মানুষের সংখ্যা বাড়ছে। অাতংক ছড়িয়েছে সদরঘাট থেকে বনানী,আগরতলা থেকে শোবার ঘরে নিচতলা।

আতঙ্কের মাঝখানে বিশ্ববিদ্যালয় বন্ধ,সবাই যে যার মত বাড়ীর পথ ধরেছে। কেউ বা আবার শেষ ইস্টিশনে ট্রেন ধরবে। সব মিলিয়ে যুদ্ধ শুরুর পূর্ব মুহূর্তের সংকেত।

দীর্ঘতম রজনী শেষ করে নির্ঘুম চোখে যাদুকরের শহর যেন দানবের শহরের। হল ,বিশ্ববিদ্যালয় ক্লাস ,টিউশনি তেমন কিছু নেই। ব্যস্ততা ও নেই। তবে হৃদয়ের একটা দীর্ঘতম ব্যস্ততা চলছে। কে কখন গেলো? কোথায় গেলো? কোন দিক থেকে খারাপ সংবাদ আসছে না তো? হাজার রকম প্রশ্ন।

তার উপরে একটা নিজের সাথে যুদ্ধের রাতের শেষে বিদায় দিয়ে নিজকে নিয়ে হলে ফেরা রীতিমত রক্তক্ষরন। প্রত্যেকবার বাসায় যাওযায় একটা আনন্দ থাকে। ছুটিতে স্বস্তি। আর এবার হাজার প্রশ্ন আবেগের সাথে বাসায় কি নিয়ে ফিরছি। নতুন কোন যন্ত্রনা নয় তো?

সবাই যে যার মত বাস ধরেছে। আমিও ধরেছি। কিন্তু এই যে অল্প সময়ে বিশ্ববিদ্যালয় তৈরী হওয়া মানুষগুলো কেমন থাকবে। ভালবাসার মানুষটি ফিরবে তো? জব্বার কে আরে আবার আড্ডা জমবে তো ? জমলেও সেটা কবে? কত প্রশ্ন।

পুরো পরিস্হিতি কেমন চলছে ধারনা ও করা যাচ্ছে না। একদিকে কেমন যেন বাতাসে গন্ধ !

প্রার্থনা যেন সবাই আবার সুস্হ হয়ে ফিরে আসে। ভালবাসা যেন কমতি বা ঘাটতিতে না পড়ে।

Comments

    Please login to post comment. Login