Posts

কবিতা

বনফুলের মত ভালোবাসা

August 20, 2024

সুকান্ত সোম

অগোচরেই ফোটা বনফুলের মত আমার ভালোবাসা,

 মনের গহীন কোণে ফুটে;

 সেখানেই পচে গলে অনাদরে পড়ে রইলো পথের ধারে।

 ভুল করেও কেউ কুড়িয়ে নিতে চায়নি।

Comments

    Please login to post comment. Login