ব্রিটিশ নাট্যকার, কবি উইলিয়াম শেক্সপিয়ার যুগ যুগ ধরে বিশ্বজুড়ে চলচ্চিত্র এবং নাট্য নির্মাতাদের অনুপ্রেরণার উৎস। আকিরা কুরোসাওয়া পরিচালিত ‘থ্রোন অব ব্লাড’ থেকে শুরু করে কিয়ানু রিভস অভিনীত ‘মাই ওউন প্রাইভেট ইডাহো’ এর মত সিনেমা শেক্সপিয়ারের নাটকের অনুকরণে বানানো হয়েছে। ভারতীয় চলচ্চিত্র নির্মাতারাও এর ব্যতিক্রম নন। শেক্সপিয়ারের যেসব নাটক দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতীয় চলচ্চিত্র নির্মাতারা সিনেমা বানিয়েছেন তার কয়েকটি উদাহরণ নীচে দেয়া হলো।
১. দ্য কমেডি অব এররস
শেক্সপিয়ারের প্রথমদিকে রচিত নাটকগুলোর একটি দ্য কমেডি অব এররস। ১৫৯৪ সালে কমেডি এই নাটকটি লেখা হয়েছিল। এখানে দুই জোড়া যমজের কাহিনী বলা হয়েছে, যারা জন্মের পরেই আলাদা হয়ে যায়। এই নাটক অবলম্বনে তিনটি জনপ্রিয় চলচ্চিত্র বানানো হয়েছে ভারতে। ১৯৬৩ সালে বাংলা ভাষায় বানানো হয় ‘ভ্রান্তি বিলাস’। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস উপন্যাস থেকে এই চলচ্চিত্র নির্মিত হয়। কিন্তু ঈশ্বরচন্দ্র কমেডি অব এররস অবলম্বনে এই উপন্যাস লিখেছিলেন। সিনেমায় অভিনয় করেছিলেন উত্তম কুমার, ভানু বন্দোপাধ্যায়ের মত অভিনেতারা। ১৯৬৮ সালে দেবু সেন নির্মিত ‘দো দুনি চার’ হিন্দি ছবিটি ভ্রান্তি বিলাসের রিমেক ছিল। ১৯৮২ সালে গুলজার পরিচালিত ‘অঙ্গুর’ সিনেমাও একই কাহিনী অবলম্বনে তৈরি।
২. ম্যাকবেথ
অত্যন্ত উচ্চাভিলাষী স্কটিশ জেনারেল ম্যাকবেথের পরিণতি বর্ণনা করা হয়েছে ম্যাকবেথ নাটকে। তিনজন রহস্যময়ী ডাইনীর কাছ থেকে ভবিষ্যদ্বাণী শোনার পর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সে। ক্ষমতার লোভে স্ত্রীর সহায়তায় রাজাকে হত্যা করে। নৃশংস এই ঘটনা তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। ম্যাকবেথের অনুকরণে বলিউডসহ ভারতের অন্যান্য ভাষায়ও বেশ কয়েকটি সিনেমা বানানো হয়েছে। ১৯৫১ সালের তামিল ছবি ‘মারমাযোগী’, ২০১৬ সালের মালায়ালাম ছবি ‘ভিরাম’ এর উৎকৃষ্ট উদাহরণ। এছাড়া বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘মকবুল’ ছবিটি ম্যাকবেথের অনুপ্রেরণায় বানানো হয়েছে। ২০০৪ সালে মুক্তি পাওয়া ওই ছবিতে ইরফান খান, টাবু এবং নাসিরুদ্দিন শাহ অভিনয় করেছিলেন।
৩. দ্য টেমিং অব দ্য শ্রু
এটি উইলিয়াম শেক্সপিয়ারের আরেকটি কমেডি নাটক। ১৫৯০ থেকে ১৫৯২ সালের মধ্যে এটি লেখা হয়েছিল বলে ধারণা করা হয়। পেট্রোচিও কিভাবে বদমেজাজি স্ত্রী ক্যাথেরিনাকে বশে আনেন তার কাহিনী বলা হয়েছে এই নাটকে। দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই নাটক নিয়ে তিনটি জনপ্রিয় চলচ্চিত্র নির্মিত হয়েছে। এগুলো হলো, ১৯৬৩ সালের তামিল ছবি ‘আরিভালি’, ১৯৮৯ সালের কন্নড় ছবি ‘নানজুন্ডি কল্যানা’, ১৯৯০ সালের তেলেগু ছবি ‘মাহাজানানিকি মারাডালু পিল্লা’। নানজুন্ডি কল্যানা সেসময় সর্বাধিক ব্যবসাসফল কন্নড় সিনেমা ছিল।
৪. হ্যামলেট
শেক্সপিয়ারের সবচেয়ে জনপ্রিয় নাটকগুলোর অন্যতম হ্যামলেট। হতভাগ্য ডেনিস রাজকুমার হ্যামলেটের ট্র্যাজেডি নিয়ে এটি রচিত হয়। বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজ ২০১৪ সালে ভারতীয় প্রেক্ষাপটে এই নাটকটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন। ‘হায়দার’ সিনেমাটি ১৯৯০ সালের কাশ্মীরে দাঙ্গার সময়ের কাহিনী। সংঘাতপূর্ণ ওই সময়ে হ্যামলেটের মতই হতভাগ্য হায়দার নামের এক তরুণ কবি কাশ্মীর যান। তার বাবার হারিয়ে যাওয়ার রহস্য উদ্ধারের চেষ্টা করেন তিনি। হায়দার ছবিতে অভিনয় করেন শহীদ কাপুর, শ্রদ্ধা কাপুর, টাবু এবং ইরফান খান।
১৯৩৫ সালে সোহরাব মোদি হ্যামলেট অবলম্বনে ‘খুন কা খুন’ নামে একটি হিন্দি সিনেমা বানিয়েছিলেন। এছাড়া ১৯৫৪ সালে কিশোর সাহু হিন্দি ভাষায় ‘হ্যামলেট’ তৈরি করেন। ২০১২ সালে মালায়ালাম সিনেমা ‘কারমাইয়োগি’ হ্যামলেটের অনুপ্রেরণায় তৈরি।
৫. ওথেলো
শেক্সপিয়ারের ট্র্যাজেডি নাটক ওথেলো। এটি ১৬০৩ সালে রচিত হয়েছিল বলে ধারণা করা হয়। এই নাটকে স্ত্রী দেসদিমোনার প্রতি ওথেলোর ভালোবাসা, সন্দেহের কাহিনী বর্ণনা করা হয়েছে। ঈর্ষাপরায়ণ ওথেলো সন্দেহের বসে নিজের প্রিয় স্ত্রী দেসদিমোনাকে হত্যা করে। শেক্সপিয়ারপ্রেমী বিশাল ভরদ্বাজ ওথেলো অবলম্বনে ২০০৬ সালে বলিউড ছবি ‘ওমকারা’ তৈরি করেন। অজয় দেবগন, কারিনা কাপুর, সাইফ আলি খান এবং বিবেক ওবেরয় এতে অভিনয় করেন। এছাড়া ১৯৯৭ সালে জয়রাজ পরিচালিত মালায়ালাম ছবি ‘কালিইয়াত্তাম’ ওথেলোর অনুকরণে বানানো।
এদিকে ২০১৪ সালে রঞ্জন ঘোষ পরিচালিত পশ্চিমবঙ্গের ছবি ‘হৃদ মাঝারে’ মূলত ওথেলোর উপর ভিত্তি করে বানানো হয়েছিল। তবে ম্যাকবেথ এবং জুলিয়াস সিজারের কিছু উপাদানও এই ছবিতে ব্যবহার করা হয়েছে। উইলিয়াম শেক্সপিয়ারের নাটকের উপর ভিত্তি করে এটিই টলিউডের প্রথম বাংলা চলচ্চিত্র ছিল। এতে অভিনয় করেন আবির চ্যাটার্জি এবং রাইমা সেন।
৬. রোমিও এন্ড জুলিয়েট
শেক্সপিয়ার তার ক্যারিয়ারের শুরুতেই রোমিও এন্ড জুলিয়েট রচনা করেছিলেন। তিনি বেঁচে থাকার সময়ও নাটকটি অনেক জনপ্রিয় ছিল। এই ট্র্যাজেডি নাটকে রোমিও এবং জুলিয়েট নামে দুজন তরুণ-তরুণীর ভালোবাসা, মৃত্যুর কাহিনী বর্ণনা করা হয়েছে। ২০১৫ সালে অপর্ণা সেন পরিচালিত ‘আরশিনগর’ রোমিও এন্ড জুলিয়েট এর অনুপ্রেরণায় তৈরি চলচ্চিত্র। এতে অভিনয় করেছিলেন ওয়াহিদা রেহমান, যিশু সেনগুপ্ত, ঋত্বিকা সেন।
সূত্র: নিউজএইট্টিন, টাইমস অব ইন্ডিয়া