সকাল বেলা ইশকুলেতে
খোজো আমায় পিছকুলেতে।
এদিক সেদিক তাকিয়ে দেখো!
আমায় খুজে পাও নাকিগো
লাভ নেই গো লাভ নেই।
আমায় খুজে কাজ নেই।
হাড়িয়ে গেছি আজ আমি
আমায় তুমি খুজোনা সই।
যখন তুমি বাতাস খাবে!
একা বসে গাছের তলে
খুজবে তখন ছলে বলে
আমার কায়ার ছায়াখানি।
হাতে নিয়ে ফুলের দানি
আমার খোজে যাবে
কিন্তু কি আর পাবে?
ঘুড়তে তুমি যাবে যখন
আমায় মনে পরবে তখন
আমায় ভেবে কাঁদবে তুমি।
বুঝবে তখন স্মৃতির ঊর্মি।
সখা সখী বলবে তখন
হারালি তুই মানিক রতন।
কথা শুনে কাঁদবে তুমি।
কাপবে তখন গগন ভুমি
কেঁদে আমায় খুজতে যাবে
তখন কি আর আমায় পাবে?