Posts

গল্প

তিনটে বেড়ালঃ কালো, ছেয়ে আর শাদা (Premium)

August 21, 2024

উম্মে ফারহানা

0
sold
আমার মাথার কাছে এখন বসে আছে বর্তমানে আমাদের একমাত্র বিড়াল। ওর নাম রক্সি । রক্সি কালো আর সাদা মেশানো। তাকে দেখলেই আমার মনে হয়, সম্পূর্ণ সাদা বা সম্পূর্ণ কালো হলে হয়তো তাকে এত সুন্দর লাগতো না। ছোট বেলা যদি আমার শখ ছিল সলিড কালারের তিন বেড়ালের। রক্সি থাকাতে আমার বাসায় থাকাটা আরামদায়ক মনে হয়ে। কোন বাসায় একেবারেই কোন বিড়াল না থাকার চেয়ে অন্তত একটা বিড়ালের বাচ্চা থাকা ভালো।
রক্সিকে নিয়ে ভাবতে ভাবতে আমার প্রবল ইচ্ছা করে আম্মুকে গিয়ে বলি তাঁর দুই প্রাক্তন স্বামী আর একজন সম্ভাব্য স্বামী সম্পর্কে আমি কী ভাবি। ফারিয়াকে নয়, আম্মুকেই বলতে ইচ্ছা করে কীভাবে গল্প আর ছবি বইয়ের তিনটা বিড়াল আমাকে তাড়া করে বেড়াচ্ছে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login