Posts

কবিতা

কালরাত

August 21, 2024

নাজমুল হোসেন রিফাত

77
View

ভয়ানক দুঃস্বপ্নে তোমার

ঘুম ভাঙে যে রাতে,

সে রাতকেই আমার ক্যালেন্ডার

কালরাত হিসেবে চিহ্নিত করে রাখে।

বছরের সবকটা দিন-রাত

বিষণ্ণতায় কেটে যায়, কোনোমতে-

একটা মাত্র দিনের আশায় থাকি;

হয়তো সুখ আসবে।

ভাগ্যের কী নির্মম পরিহাস,সেটাও আবার অধিবর্ষ হয়ে

দীর্ঘ চার চারটি বছর পর আসে,

তাও অজান্তে।

২১শে আগস্ট, ২০২৪ইং


 

Comments

    Please login to post comment. Login