Posts

বাংলা সাহিত্য

জুতোজোড়া

May 1, 2024

হৃদয় পান্ডে

Original Author হৃদয় পান্ডে

108
View
জুতোজোড়া বেশ শখের,
ক্লান্ত রোদে শেষ বিকেলে
জুতোজোড়া পায়ে গলিয়ে
ঘোলাটে আলোয় কি যেন-
 স্মৃতিতে খোঁজা... স্মৃত হাসি...

জুতোজোড়া আজ সঙ্গীহীন। 
চশমাটিওপরে আছে শোকেসে, 
তার আগে ছিল স্নান ঘরে।
যত দোষ ও-ই চিত্তের আগুনের।

Comments

    Please login to post comment. Login