পোস্টস

নিউজ

ডেটন লিটারারি পিস প্রাইজের ফাইনালিস্টদের তালিকা প্রকাশ

২১ আগস্ট ২০২৪

নিউজ ফ্যাক্টরি

চলতি বছরের ডেটন লিটারারি পিস প্রাইজ এর ফাইনালিস্টদের নাম প্রকাশ করা হয়েছে। ফিকশন এবং নন ফিকশন ক্যাটাগরিতে মোট ১৩ জন লেখক এই পুরস্কারের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন।  

আইরিশ উপন্যাসিক পল লিঞ্চের ‘প্রফেট সং’ এবারের ফিকশন ক্যাটাগরির ফাইনাল তালিকায় স্থান পেয়েছে। এই উপন্যাসের জন্য তিনি ২০২৩ সালে মর্যাদাবান বুকার প্রাইজ পেয়েছিলেন। এটি গত বছরের আগষ্টে প্রকাশিত হয়। এছাড়া ফিকশন ক্যাটাগরির অন্যান্য ফাইনালিস্টদের মধ্যে রয়েছেন নগুয়েন ফান কুয়ে মাই, জেনিকা ওজা, এলিয়েনর শিয়ারার, ইরুম শাজিয়া হাসান এবং অ্যান বেরেস্ট। 

উল্লেখ্য, ডেটন লিটারারি পিস প্রাইজ ২০০৬ সাল থেকে দেওয়া হচ্ছে। যেসব লেখক তাদের বইয়ের মাধ্যমে পাঠকদের অন্যান্য সংস্কৃতি, মানুষ, ধর্ম এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে বুঝতে সহায়তা করেন এবং শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন, তাদেরকে এই পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়। পুরস্কার হিসেবে প্রতিটি বিভাগের বিজয়ীদের প্রত্যেকে ১০ হাজার মার্কিন ডলার পাবেন। রানার্স আপরা পাবেন ৫ হাজার মার্কিন ডলার।   

২০২৪ সালের ফিকশন ক্যাটাগরির ফাইনালিস্টরা হলেন: 

১. পল লিঞ্চ - প্রফেট সং

২. জানিকা ওজা - এ হিস্ট্রি অব বার্নিং

৩. নগুয়েন ফান কুই মাই - ডাস্ট চাইল্ড

৪. এলেনর শিয়ারার - রিভার সিং মি হোম

৫. অ্যান বেরেস্ট - দ্য পোস্টকার্ড 

৬. ইরুম শাজিয়া হাসান - উই মেন্ট ওয়েল 

২০২৪ সালের ননফিকশন ক্যাটাগরির ফাইনালিস্টরা হলেন: 

১. ভিক্টর লুকারসন - বিল্ট ফ্রম দ্য ফায়ার

২. ডানা শ্যাক্স – অল এলস ফেইল্ড

৩. তানিয়া ব্রানিগান - রেড মেমোরি

৪. ড্যারিন বেল - দ্য টক

৫. দিনা নায়েরি – হু গেটস বিলিভড?

৬. জন স্টার্নফেল্ড, এডউইন রেমন্ড – অ্যান ইনকনভেনিয়েন্ট কপ

সূত্র: লিটহাব